iPhone 14: অ্যাপেল ইন্ডিয়া স্টোরে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলে দুর্দান্ত অফার, ৬০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা
Apple India Store: আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, অ্যাপেল ওয়াচ ৮ সিরিজ, অ্যাপেল ওয়াচ এসই- এই ডিভাইসগুলির দামে ছাড় রয়েছে।
iPhone 14 Series: আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) ১৬ সেপ্টেম্বর থেকে ভারতে বিক্রি শুরু হতে চলেছে। এই নতুন আইফোন ছাড়াও অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ (Apple Watch 8 Series) এবং অ্যাপেল ওয়াচ এসই (Apple Watch SE)- এই দুই ডিভাইসেরও একই দিনে বিক্রি শুরু হতে চলেছে ভারতে। অ্যাপেলের অথরাইজড রিসেলার এবন অফিশিয়াল অনলাইন স্টোর থেকে অ্যাপেলের এই ডিভাইসগুলি কেনা যাবে। আইফোন ১৪ সিরিজের দাম শুরু হতে চলেছে ৭৯,৯০০ টাকা থেকে। অ্যাপেল ইন্ডিয়া স্টোরে এই ডিভাইসগুলোর দামে ছাড় পাওয়া যাবে। ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে আইফোন ১৪ সিরিজ, অ্যাপেল ওয়াচ কিনলে ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। তবে এই ব্যাঙ্ক অফার প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। যেসব ডিভাইসের দাম ৫৪,৯০০ টাকার বেশি হবে সেখানে এই ৬০০০ টাকা ছাড় প্রযোজ্য হবে। এছাড়াও ক্রেতাদের জন্য ইএমআই অপশনও থাকবে। আর থাকতে চলেছে এক্সচেঞ্জ অফার। তবে এই এক্সচেঞ্জ অফার অ্যাপেল ইন্ডিয়া স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট এবং অ্যামাজনেও প্রযোজ্য হবে।
আইফোন ১৪ সিরিজ লঞ্চ হওয়ার পর ভারতে তার আগের আইফোন সিরিজের বিভিন্ন ফোনের দাম অনেকটা কমেছে। সম্প্রতি জানা গিয়েছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২ এও আইফোন ১৩ সিরিজ, আইফোন ১২ মিনি এবং আইফোন ১১- র দাম কমতে চলেছে।
আইফোন ১৩ সিরিজ
আইফোন ১৩ মডেলের দাম ফ্লিপকার্টের এই সেলে শুরু হতে চলেছে ৪৯,৯৯০ টাকা বা তার কম থেকে। আইফোন ১৩ প্রো মডেলের দাম শুরু হতে পারে ৮৯,৯৯০ টাকা বা তার কম থেকে। এছাড়াও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনের দাম শুরু হতে পারে ৯৯,৯৯০ টাকা বা তার কম থেকে। ফ্লিপকার্টে প্রকাশিত ব্যানার থেকে এই তথ্য প্রকাশ্য এসেছে।
বর্তমানে আইফোন ১৩- র দাম ফ্লিপকার্টে ৬৯,৯০০ টাকা থেকে শুরু হচ্ছে। আইফোন ১৩ প্রো- এর দাম শুরু হচ্ছে ১,১৯,৯০০ টাকা থেকে। এছাড়াও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনের দাম শুরু হচ্ছে ১,২৬,০০০ টাকা থেকে।
আইফোন ১২ মিনি ও আইফোন ১১
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২- এ আইফোন ১২ মিনি মডেল পাওয়া যাবে ৩৯,৯৯০ টাকা বা তার থেকে কমে। অন্যদিকে আইফোন ১১ ফোন পাওয়া যাবে ২৯,৯৯০ টাকা বা তার থেকে কমে। বর্তমানে ফ্লিপকার্টে আইফোন ১২ মিনি- র দাম শুরু হচ্ছে ৫৫,৩৫৯ টাকা থেকে। আর আইফোন ১১ ফোনের দাম ফ্লিপকার্টে শুরু হচ্ছে ৪৩,৯৯০ টাকা থেকে।
আরও পড়ুন- টেকনো সংস্থার নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে, সূর্যের আলোয় বদলাবে রঙ