iPhone 14 Series: ৪জি বা ৫জি কানেকশন না থাকলেও কথা বলা যাবে আইফোনে! পাঠানো যাবে মেসেজও?
Apple iPhone: শোনা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজের ফোনে ৪জি ও ৫জি সেলুলার কানেকশন না থাকলেও নাকি ফোন করা এবং মেসেজ পাঠানোর সুবিধা পাওয়া যাবে।
iPhone 14 Series: আর কয়েকদিন পরেই লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট (Apple Launch Event)। আর সেখানেই আইফোন ১৪ সিরিজ লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। সম্প্রতি এই আইফোন সিরিজ (Apple iPhone) সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, আইফোন ১৪- তে ৪জি বা ৫জি নেটওয়ার্ক বা সেলুলার কানেকশন না থাকলেও ইউজাররা ফোন করতে পারবেন এবং মেসেজ পাঠাতে পারবেন। আর এই কাজে সাহায্য করবে লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি।
Tim Farrar নামের এক স্যাটেলাইট কমিউনিকেশন কনসালটেন্ট ক্যালিফোর্নিয়ার একটি রিসার্চ ফার্ম Telecom, Media and Finance Associates- এর সঙ্গে যুক্ত। এই ব্যক্তি জানিয়েছেন, অ্যাপেল সংস্থা সম্ভবত তাদের নিজস্ব স্যাটেলাইট কানেক্টিভিটির কথা ঘোষণা করবে যা আইফোনে যুক্ত থাকবে। Globalstar- এর সঙ্গে যুক্ত হয়ে এই স্যাটেলাইট কানেক্টিভিটি তৈরি করতে পারে অ্যাপেল। জানা গিয়েছে, Globalstar সংস্থার মালিকানায় রয়েছে অসংখ্য LEO স্যাটেলাইট। আর অ্যাপেল সংস্থা তাদের আগামী ফোনে এই ধরনের স্যাটেলাইটই রাখার প্রচেষ্টায় রয়েছে বলে শোনা যাচ্ছে।
আইফোন ১৪ সিরিজ
আইফোন ১৪ সিরিজে লঞ্চ হতে পারে চারটি ফোন। সেই তালিকায় রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স। আগে শোনা গিয়েছিল যে এই সিরিজে অ্যাপেল সংস্থা হয়তো আইফোন মিনি মডেল বাদ দিতে চলেছেন। তবে এবার শোনা গিয়েছে যে আইফোন ১৪ সিরিজেও আগের আইফোন সিরিজগুলির মতো মিনি মডেল লঞ্চ হবে। প্রো মডেলগুলিতে থাকতে পারে অ্যাপেলের নিজস্ব A16 Bionic চিপ। এছাড়াও অ্যাপেলের আইফোন ১৪ সিরিজে iOS 16 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে। আইফোন ১৪ সিরিজের ফোনগুলির দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আইফোন ১৩ সিরিজের থেকে দাম বেশি হবে বলে অনুমান। এর পাশাপাশি শোনা গিয়েছে যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে আইফোন ১৪ সিরিজের ফোনগুলি।
অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ এবং ওয়াচ প্রো
আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। একাধিক হেলথ ফিচার থাকতে পারে এই নতুন অ্যাপেল ওয়াচে। নতুন ডিজাইনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপেল ওয়াচের। অ্যাপেল ওয়াচ ৭- এর মতোই সেনসর থাকার সম্ভাবনা রয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে। এর পাশাপাশি একটি অ্যাপেল ওয়াচ প্রো লঞ্চ হওয়ার কথাও শোনা যাচ্ছে অ্যাপেলের লঞ্চ ইভেন্টে। বড় আকারের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। বর্তমানে যা সাইজ রয়েছে তার থেকে ৭ শতাংশ বড় হতে পারে এই নতুন ওয়াচ প্রো- এর ডিসপ্লে সাইজ।
এয়ারপডস প্রো ২
অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নেক্সট জেনারেশন এয়ারপডস লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপেল এয়ারপডস ২ লঞ্চ হতে পারে অ্যাপেলের আসন্ন ইভেন্টে। ফার্স্ট জেনারেশন এয়ারপডসের সঙ্গে অনেক মিল থাকতে পারে এয়ারপডস প্রো ২- এর। তবে নতুন ডিভাইসে থাকবে আপগ্রেডেড এবং আপডেটেড চিপসেট। থাকবে উন্নত ও আধুনিক অডিও কোয়ালিটিও। তবে ২০১৯ সালে লঞ্চ হওয়া এয়ারপডসের ডিজাইন আর নতুন লঞ্চ হতে চলা এয়ারপডসের ডিজাইন একই থাকবে নাকি আলাদা হবে তা জানা যায়নি।
আরও পড়ুন- একটা ফোনে দুটো ডিসপ্লে! নতুন ফোন নিয়ে কাজ করছে স্যামসাং