iPhone 15 Pro: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে অবিশ্বাস্য কম দামে পাবেন আইফোন ১৫ প্রো, কী কী অফার রয়েছে?
iPhone: আইফোন ১৫ সিরিজের অন্যান্য মডেলের দামেও ছাড় রয়েছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে। তবে আইফোন ১৫ প্রো- এর দামে ছাড়ের পরিমাণ সবচেয়ে বেশি।
iPhone 15 Pro: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Day Sale) ইতিমধ্যেই লাইভ হয়েছে। একাধিক প্রিমিয়াম ফোনের (Premium Phone) দামে রয়েছে আকর্ষণীয় অফার। এই তালিকায় রয়েছে আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro)। দুর্দান্ত ডিসকাউন্ট রয়েছে এই ফোনের দামে। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ১,৩৪,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের আকর্ষণীয় সেলে এই আইফোন ১৫ প্রো কেনা যাবে এক লক্ষ টাকারও কমে। এর থেকে প্রমাণিত বেশ ভাল পরিমাণে ছাড় রয়েছে আইফোন ১৫ প্রো- র দামে।
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে আইফোন ১৫ প্রো মডেলের দাম কতটা কমেছে দেখে নিন
আইফোন ১৫ প্রো- র দাম ফ্লিপকার্টের এই সেলে হয়েছে ৯৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ বেস মডেল লঞ্চ হয়েছিল ১,৩৪,৯৯৯ টাকায়। অর্থাৎ ফ্লিপকার্টের তরফে ৩৫ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। কোনও শর্তাবলী নেই। আর তার ফলেই আইফোন ১৫ প্রো মডেলের ফ্লিপকার্টের এই ডিল এবছরের এখনও পর্যন্ত সেরা অফার বলা হচ্ছে।
এখানেই শেষ নয়। আরও অফার রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে ৫০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। তার ফলে আইফোন ১৫ প্রো মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে ৯৪,৯৯৯ টাকা। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফারের সুবিধা। তার ফলে ছাড়ের পরিমাণ আরও বাড়বে। অতএব আইফোন ১৫ প্রো আরও কম দামে কেনার সুযোগ রয়েছে।
আইফোন ১৫ প্রো মডেলে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- ওজনে হাল্কা এই ফোনে রয়েছে টেকসই টাইটেনিয়াম chassis। এর সঙ্গে রয়েছে একটি brushed এফেক্ট যা ফোনের উপর আঙুলের ছাপ পড়লে তা সহজে দূর করতে সাহায্য করে। ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই মডেলে।
- আইফোন ১৫ প্রো ফোনের সাইডের অংশ বিশেষ করে কোণগুলি অনেক স্মুদ এবং আগের তুলনায় বেশি রাউন্ডেড। মেটাল অ্যান্ড গ্লাস- অর্থাৎ ধাতু এবং কাচের সংমিশ্রণ পাওয়া যাবে এই ফোনের সাইডের এবং কোণের অংশে।
- ফোনের নীচের অংশে চার্জিং পোর্ট হিসেবে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। এই ফোনে ৬.১ ইঞ্চির স্ক্রিন রয়েছে। এটি একটি সুপার রেটিনা XDR ডিসপ্লে। এই স্ক্রিনে রয়েছে ১২০ হার্টজের প্রো মোশন প্রযুক্তির সাপোর্ট।
- অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়েছে এই আইফোনে। অ্যাপেল ইন্টেলিজেন্সের সাপোর্টও পাওয়া যাবে আইফোন ১৫ প্রো মডেলে। আইওএস ১৮ সফটওয়্যার সাপোর্ট করবে এই আইফোন মডেলে। এ১৭ প্রো চিপ রয়েছে আইফোন ১৫ প্রো মডেলে।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের প্রাইম এডিশন লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী ফিচার পাবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।