iPhone 16 Series: কবে লঞ্চ হবে আইফোন ১৬ সিরিজ? দিনক্ষণ সম্পর্কে কী আভাস পাওয়া গিয়েছে?
Apple iPhone: আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই চারটি মডেল আইফোন ১৬ সিরিজে লঞ্চ হতে পারে।
iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) কবে লঞ্চ হবে? টেক প্রেমীদের মনে অনেকদিন থেকেই ঘুরছে এই প্রশ্ন। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, আইফোন ১৬ সিরিজের মডেলগুলি লঞ্চ হতে সম্ভবত আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই একটি সম্ভাব্য তারিখও প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, আগামী ১০ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে আইফোন ১৬ সিরিজ। এর সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ (Apple Watch) এবং এয়ারপডস (Airpodes) লঞ্চ করার কথা রয়েছে অ্যাপেল কর্তৃপক্ষের। অন্যদিকে আবার শোনা গিয়েছে, আইফোন ১৬ সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে ২০ সেপ্টেম্বর। ওই দিন থেকে বিক্রি শুরু হতে পারে অ্যাপেল আইফোন ১৬ সিরিজের। আইফোন ১৬ (iPhone 16), আইফোন ১৬ প্লাস (iPhone 16 Plus), আইফোন ১৬ প্রো (iPhone 16 Pro) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max) - এই চারটি মডেল আইফোন ১৬ সিরিজে লঞ্চ হতে পারে। অ্যাপেলের ইভেন্ট ১০ সেপ্টেম্বর হবে নাকি ২০ সেপ্টেম্বর সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে অ্যাপেল কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি। তবে এটা জানা গিয়েছে যে আইফোন ১৬ সিরিজের 'প্রো' মডেলগুলিতে আগের সিরিজগুলির তুলনায় সামান্য বড় সাইজের ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও একটি 'ক্যাপচার' বাটন থাকতে পারে এই ফোনগুলিতে।
আইফোন ১৬ সিরিজের ক্যামেরা ডিজাইনে আসতে চলেছে বড় পরিবর্তন
সাধারণ ভাবে এতদিন আইফোনে (লেটেস্ট সিরিজের মডেলগুলিতে) যেরকম ক্যামেরা মডিউল দেখা গিয়েছে, অর্থাৎ চৌকো আকৃতির ক্যামেরা মডিউলে দুটো কিংবা তিনটে সেনসর, তা আর থাকবে না আইফোন ১৬ সিরিজের ফোনে, এমনটাই শোনা গিয়েছে। তার পরিবর্তে আইফোন ১৬ সিরিজের বিভিন্ন ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে ওষুধের ক্যাপস্যুলের মতো লম্বাকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে এবং সেখানে সাজানো থাকবে ক্যামেরা সেনসর। আইফোন ১৬ সিরিজের ফোনে যে বিশেষ ক্যাপচার বাটন থাকতে চলেছে তার সাহায্যে দ্রুত ছবি তোলা যাবে। এছাড়াও কম আলোয় ভাল ছবি তোলার জন্য থাকবে বিশেষ ফিচারের সাপোর্ট। আইফোন ১৫ সিরিজের তুলনায় সমস্ত ধরনের ফিচার এবং স্পেসিফিকেশনই আইফোন ১৬ সিরিজের বিভিন্ন মডেল বেশি উন্নত ও আধুনিক হবে।
আরও পড়ুন- নতুন ডিজাইনে ভারতে লঞ্চ হল ইনফিনিক্স নোট ৪০ সিরিজ রেসিং এডিশন, দাম কত?