(Source: ECI/ABP News/ABP Majha)
iQoo 11 Series: আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো, চিনে লঞ্চ হল এই দুই ফোন
iQoo Smartphones: জানা গিয়েছে, আইকিউওও ১১ সিরিজের দু'টি ফোনেই রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।
iQoo 11 Series: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থা চিনে লঞ্চ করেছে আইকিউওও ১১ সিরিজ (iQoo 11 Series)। এই স্মার্টফোন সিরিজে রয়েছে আইকিউওও ১১ (iQoo 11) এবং আইকিউওও ১১ প্রো (iQoo 11 Pro) - এই দুই ফোন। জানা গিয়েছে, আইকিউওও ১১ সিরিজের দু'টি ফোনেই রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে স্যামসাং ই৬ AMOLED ডিসপ্লে। তার উপর রয়েছে 2K রেজোলিউশন। আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো, দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। আইকিউওও ১১ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া আইকিউওও ১১ প্রো ফোনে রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। চিনে আইকিউওও ১১ প্রো লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ - এই তিনটি ভ্যারিয়েন্টে। অন্যদিকে আইকিউওও ১১ ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।
Relme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (Realme 10 Pro Plus 5G) ভারতে লঞ্চ হয়েছে। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আর রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। দুটো ফোনই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
Jio Phone 5G: রিলায়েন্স জিও (Jio Phone 5G) কর্তৃপক্ষ ভারতে ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। Geekbench- এ জিও ফোন ৫জি দেখা গিয়েছে। সেই সঙ্গে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। ভারতে জিও ফোন ৫জি কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন- রেডমি নোট ১২ সিরিজের নতুন ৫জি ফোন দ্রুত লঞ্চ হতে পারে ভারতে