iQoo Neo 7 5G: জমজমাট ফেব্রুয়ারি, ভারতে আসছে এই ৫জি ফোন, দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা
Smartphone: আইকিউওও নিও ৭ ৫জি ফোন আগামী ১৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ভারতে।
iQoo Neo 7 5G: ফেব্রুয়ারি মাসে ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন (Smartphone) লঞ্চ হতে চলেছে। তার মধ্যে অন্যতম হল ভিভো- র (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার ফোন (iQoo Neo 7 5G)। জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। একনজরে দেখে নেওয়া যাক আইকিউওও নিও ৭ ৫জি ফোন কেমন হতে চলেছে।
আইকিউওও নিও ৭ ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে
শোনা যাচ্ছে, এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৬,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার সমেত এই ফোনের দাম ধার্য করা হয়েছে। নাহলে আইকিউওও নিও ৭ ৫জি ফোনের দাম ৩০ হাজার টাকার আশপাশে হবে। এছাড়াও আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হতে পারে। সেক্ষেত্রে অফার সমেত ফোনের দাম হতে পারে ৩০,৯৯৯ টাকার কাছাকাছি। অফার ছাড়া এই ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। Interstellar Black এবং Frost Blue- এই দুই রঙে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৫জি ফোন। অনুমান, ১৯ বা ২০ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হতে পারে।
আইকিউওও নিও ৭ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে থাকতে পারে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের সেনসর। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আইকিউওও নিও ৭ এসই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। সূত্রের খবর, এই ফোন আগামী ১২ ডিসেম্বর লঞ্চ হতে পারে। তবে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। আইকিউওও নিও ৭ এসই ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। Origin OS 3 দ্বারা পরিচালিত হতে পারে এই ফোন। এখানে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে এই ফোন। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Oppo Find N2 Flip: ওপ্পো (Oppo) সংস্থা আগেই জানিয়েছিল যে ভারতে তাদের নতুন ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ হতে চলেছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ- এই ফোন লঞ্চ হবে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি লঞ্চ হবে ভারতেও। আগামী ১৫ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- কবে ভারতে লঞ্চ হবে ওপ্পোর ফোল্ডেবল ফোন? প্রকাশ্যে দিনক্ষণ