iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ প্রো ৫জি, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
iQoo Neo 7 Pro 5G: শোনা যাচ্ছে, এই ফোনের দাম দেশে হতে পারে ৩৮ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে। ভারতে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন কোন কোন র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে তা জানা যায়নি।
iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কোম্পানির একটি নতুন ৫জি (5G) ফোন। জানা গিয়েছে, ৪ জুলাই ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G) ফোন। এই ফোনের ক্ষেত্রে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন লক্ষ্য করা যাবে বলে জানা গিয়েছে। কমলা রঙের শেডে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, আইকিউওও নিও ৭ রেসিং এডিশনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে।
ভারতে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, এই ফোনের দাম দেশে হতে পারে ৩৮ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে। ভারতে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন কোন কোন র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।
আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির 1.5K রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৬ জিবি র্যাম এবগ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে।
- আইকিউওও সংস্থার আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL GN5 সেনসর, অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেনসরও থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Infinix Note 30 5G: আগামী ১৪ জুন ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোন। মে মাসে এই ফোন গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ভারতে শুরু হতে চলেছে ১৫ হাজার টাকার কমে। তবে এখনও এই ফোনের র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ূন- ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখার জন্য কী কী খাবার রোজ খেতে পারেন? রইল তালিকা