iQoo Smartphone: আইকিউওও জেড৭এক্স ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকতে পারে?
iQoo Z7x 5G: এই ফোন ভারতে লঞ্চ হতে পারে তিনটি ভ্যারিয়েন্টে। ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে ১৪ থেকে ১৬ হাজার টাকার মধ্যে।
iQoo Smartphone: আইকিউওও জেড৭এক্স ৫জি (iQoo Z7x 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, এপ্রিল মাসেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। চিনে আগেই লঞ্চ হয়েছে ভিভো'র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোন। চিনের ভ্যারিয়েন্টে ছিল ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এবার ভারতে লঞ্চের আগে এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। এপ্রিল মাসে আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ভারতে লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হবে।
ভারতে আইকিউওও জেড৭এক্স ফোনের দাম কত হতে পারে
এই ফোন ভারতে লঞ্চ হতে পারে তিনটি ভ্যারিয়েন্টে। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে ১৪ থেকে ১৬ হাজার টাকার মধ্যে। Infinite Orange, Light Sea Blue, Space Black- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৭এক্স ৫জি ফোন।
আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য স্পেসিফিকেশন-ফিচার
- এই ফোনে ৬.৬৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- আইকিউওও সংস্থার এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- Android-13-based FunTouchOS 13- র সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। প্রসেসর সঙ্গে ৮ জিবি পর্যন্ত যুক্ত রয়েছে র্যাম।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনেও ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
iPhone 14: আইফোন ১৪-র (iPhone 14) দামে অবিশ্বাস্য ছাড়। আইফোন ১৪ ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে ৪০ হাজার টাকারও কম দামে। গতবছর অর্থাৎ ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৪। এই আইফোনের মডেলে ফ্লিপকার্টের তরফে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার এবং একাধিক ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ভারতে আইফোন ১৪-র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৭৯,৯৯৯ টাকায়। তবে এখন অনেকটাই কম দামে এই ফোন কেনা যাচ্ছে ফ্লিপকার্ট থেকে। এই ফোন এখন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ৩৭,৯৯৯ টাকায়।
আরও পড়ুন- ভারতে ফেব্রুয়ারিতে ৪৫ লক্ষের বেশি Bad Account নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ