Itel A23S: মাত্র ৫২৯৯ টাকায় ভারতে লঞ্চ হল নতুন বাজেট ফোন আইটেল এ২৩এস, দেখুন বিভিন্ন ফিচার
Budget Smartphone: জানা গিয়েছে, ভারতে Itel A23S ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৫২৯৯ টাকা।
Itel A23S: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Itel A23S। এই এন্ট্রি লেভেল স্মার্টফোনে রয়েছে হাই-স্পিডের 4G VoLTE কানেক্টিভিটি এবং HD Video Calling ফিচারের সাপোর্ট। ইংরেজি ছাড়াও ১৪টি আঞ্চলিক ভাষার সাপোর্ট রয়েছে Itel A23S ফোনে। হিন্দি, গুজরাটি, তামিল, তেলুগু, পাঞ্জাবি, অহমিয়া, বাংলা, কন্নড়, মালয়ালম, কাশ্মিরী, উর্দু, নেপালি, মারাঠি এবং ওড়িয়া ভাষার সাপোর্ট রয়েছে এই ফোনে। একটি কোয়াড কোর Unisoc SC9832E প্রসেসর রয়েছে Itel A23S ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ। এই স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং, পিক মোড, কল অ্যালার্ট এবং স্টেটাস সেভ করার ফিচার রয়েছে।
ভারতে Itel A23S ফোনের দাম ও উপলব্ধতা
জানা গিয়েছে, ভারতে Itel A23S ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৫২৯৯ টাকা। এই ফোন Ocean Blue, Sky Cyan, Sky Black--- তিনটি রঙে লঞ্চ হয়েছে। খুব তাড়াতাড়ি Itel সংস্থার এই বাজেট ফোন পাওয়া যাবে অনলাইন এবং বিভিন্ন রিটেল স্টোরে।
Itel A23S ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৫ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি quad-core Unisoc SC9832E প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে।
- এই ফোনে ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও রয়েছে একটি VGA ফ্রন্ট ফেসিং সেনসর এবং তার সঙ্গেও রয়েছে এলইডি ফ্ল্যাশ।
- Itel A23S ফোনে ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৪.২ ওয়্যারলেস কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।
- এই ফোনে একটি ৩০২০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও বিভিন্ন স্মার্ট ফিচার যেমন- স্মার্ট ফেস আনলক, হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট--- এইসব ফিচার রয়েছে।
আরও পড়ুন- লঞ্চ ইভেন্টের টিকিট মাত্র ১ টাকায়, এভাবে পারবেন বুক করতে