Kundali GPT: এবার ভাগ্য বলবে AI! কুণ্ডলীও বানিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
AI Becomes Astrologer: সম্প্রতি এআই-এর বাজারে নজর কেড়েছে কুণ্ডলী জিপিটি। চ্যাট জিপিটির মতোই কিছুটা তথ্য নিয়ে সেটি নিজেই তৈরি করে ফেলছে আগামী দিনে কেমন দিন কাটতে পারে তার কিছু আগাম পূর্বাভাস।
নয়া দিল্লি: প্রতিদিনের জীবনে যেন একের পর এক বিপ্লব ঘটিয়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। প্রতিটি ক্ষেত্রে যেভাবে প্রভাব বিস্তার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তা কল্পনাতীত। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট থেকে রেসিপি, কন্টেন্ট, সবকিছুই অসাধ্যসাধন এর ছোঁয়ায়। এবার আরও নতুন ধাপ। ভাগ্যও বলে দিচ্ছে এআই। রাশিফল জেনে নিয়ে বানিয়ে দিচ্ছে কুণ্ডলীও (Kundali) !
সম্প্রতি এআই-এর বাজারে নজর কেড়েছে কুণ্ডলী জিপিটি নামের একটি সাইট। চ্যাট জিপিটির মতোই কিছুটা তথ্য নিয়ে সেটি নিজেই তৈরি করে ফেলছে আগামী দিনে কেমন দিন কাটতে পারে তার কিছু আগাম পূর্বাভাস। NIT-সুরাতের প্রাক্তন ছাত্র রাজ সুতারিয়া একটি নতুন এআই-চালিত চ্যাটবট ওয়েবসাইট- কুন্ডলি জিপিটি তৈরি করেছেন। দাবি করা হচ্ছে, ব্যবহারকারীদের কুণ্ডলীর উপর কয়েকটি প্রশ্ন করা হচ্ছে, সেই মতো ভবিষ্যৎ বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
কোম্পানির মতে, এআই-চালিত চ্যাটবট আপনার গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে সম্ভাব্য স্বাস্থ্য উদ্বেগ এবং আর্থিক দিকনির্দেশনা সম্পর্কে একটি পূর্বাভাস দিতে পারছে। উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে উত্তরের সুনিশ্চয়তা রাখা হচ্ছে। এও দাবি করা হচ্ছে, এআই চ্যাটবটটি একজন জ্যোতিষীর মতোই একটি সংক্ষিপ্ত ভাগ্যকুণ্ডলী তৈরি করতে পারে।
কীভাবে কুণ্ডলী জিপিটি ব্যবহার করবেন?
- প্রথমে kundligpt.com/-এ কুণ্ডলী GPT AI ওয়েবসাইট দেখুন।
- পরবর্তী, আপনার ভাষা নির্বাচন করুন. চ্যাটবট বর্তমানে ইংরেজি, হিন্দি, মারাঠি, বাংলা সহ ১২টি ভাষায় পাওয়া যাচ্ছে
- কুণ্ডলী তৈরির জন্য চ্যাটবট আপনার নাম এবং জন্ম তারিখ সহ অতিরিক্ত বিশদ জানতে চাইবে এবং আরও ভাল ভবিষ্যদ্বাণীর জন্য অবস্থান জানার অনুরোধও করবে।
- জ্যোতিষ সংক্রান্ত রিডিং পেতে 'সাবমিট' অপশনটি ক্লিক করুন
আরও পড়ুন, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির হাতে-পায়ে সাড় ফিরিয়ে দিল AI, ফের চমক কৃত্রিম বুদ্ধিমত্তার