Lava Mobiles: ভারতে আসছে দেশীয় সংস্থার ৫জি ফোন, কেন কিনবেন? কী কী ফিচার থাকবে?
Lava Agni 3 5G: লাভা অগ্নি ৩ ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। আর এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব হবে।
Lava Mobiles: ভারতে লঞ্চ হতে চলেছে দেশীয় সংস্থা 'লাভা'- র নতুন ফোন (Lava Phone)। এবারও লঞ্চ হবে ৫জি মডেল (5G Phone)। অক্টোবরের প্রথম সপ্তাহেই ভারতে লাভা অগ্নি ৩ ৫জি ফোন (Lava Agni 3 5G) লঞ্চ হওয়ার কথা। এক্স মাধ্যমে তেমনই আভাস দিয়েছে লাভা সংস্থা। শোনা গিয়েছে, লাভা সংস্থার আসন্ন ফোন দুটো রঙে লঞ্চ হবে দেশে। আর এই ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। ভারতে লঞ্চের পর লাভা অগ্নি ৩ ৫জি ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট।
লাভা অগ্নি ৩ ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে
আগামী ৪ অক্টোবর দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। ইউটিউবে ফোন লঞ্চের লাইভস্ট্রিম হবে। এক্স মাধ্যমে যে টিজার ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৩ ৫জি ফোন দুটো রঙে লঞ্চ হতে চলেছে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলে উপরের বাঁদিকে কোণে এই ক্যামেরা মডিউল থাকবে। এখানে ৫০ মেগাপিক্সেলের যে সেনসর থাকবে তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে।
AGNI 3: #BurnTheRules with Segment First Customisable Action Key.*
— Lava Mobiles (@LavaMobile) September 30, 2024
Launching on Oct 4th | 12 PM
Register here: https://t.co/kpTeLdMfxK
Only on Amazon
*Techarch - Smartphones under ₹30k#AGNI3ComingSoon #ProudlyIndian pic.twitter.com/HnYubzDkl1
এছাড়াও শোনা গিয়েছে, লাভা অগ্নি ৩ ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। আর এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব হবে। এছাড়াও এই ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলে একটি সেকেন্ডারি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ কিছু তথ্য জানা যায়নি লাভা অগ্নি ৩ ৫জি ফোন সম্পর্কে। দাম সম্পর্কেও আভাস পাওয়া যায়নি। তবে দেশীয় সংস্থা লাভা সাধারণত বাজেট স্মার্টফোন লঞ্চ করে, তাই আসন্ন ৫জি মডেলের দামও সাধ্যের মধ্যেই হবে বলে অনুমান।
আরও পড়ুন- আইওএস নয় অ্যান্ড্রয়েড বেশি পছন্দ? কিনতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।