Lava Phones: আইফোনের মতো দেখতে ক্যামেরা, ভারতে হাজির লাভা-র নয়া ফোন, দাম ৭ হাজারেরও কম
Lava Shark: লাভা শার্ক ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এক বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এছাড়াও পাবেন বাড়িতে ফ্রি সার্ভিস।

Lava Phones: ভারতের স্মার্টফোন নির্মাণকারী সংস্থা লাভা। এই কোম্পানি সদ্যই ভারতে লঞ্চ করেছে লাভা শার্ক ফোন। এই মডেলে রয়েছে এআই ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে লাভা শার্ক ফোনে। একটি Unisoc T606 চিপসেটের সাহায্যে পরিচালিত হবে ফোনটি। প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে লাভা শার্ক ফোনে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি রয়েছে। এআই ইমেজিং ফিচারের সঙ্গে এই ফোন ইউজাররা পাবেন ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। লাভা শার্ক ফোনটি বর্তমানে ভারতে কেনা যাবে শুধু মাত্র অফলাইনেই।
ভারতে লাভা শার্ক ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে
লাভা শার্ক ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এক বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এছাড়াও পাবেন বাড়িতে ফ্রি সার্ভিস। Stealth Black এবং Titanium Gold - এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ফোনটি।
লাভা শার্ক ফোনে কী কী ফিচার রয়েছে, কেন কিনবেন এই ফোন, দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ৪ জিবি। এই র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর রয়েছে লাভা শার্ক ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়্যারের সাহায্যে।
- লাভা শার্ক ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে এআই ফিচার। এছাড়াও রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট পাওয়া যাবে লাভা শার্ক ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে ফোনে চার্জ দেওয়া যাবে। ফোনের বাক্সে থাকবে ১০ ওয়াটের চার্জার।
- লাভা সংস্থা জানিয়েছে, একবার পুরো চার্জ দিলে এই ফোনে প্রায় ৪৫ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে। ১৫৮ মিনিটে লাভা- র এই ফোনে পুরো চার্জ সম্পন্ন হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
