Facebook Layoffs: ট্যুইটারের পর এবার ফেসবুক, চলতি সপ্তাহেই কয়েক হাজার কর্মী ছাঁটাই
Meta Layoffs: এলন মাস্কের দেখানো পথে এবার হাঁটতে চলেছেন মার্ক জুকেরবার্গ। রিপোর্ট বলছে, চলতি সপ্তাহেই কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে ফেসবুকের মূল সংস্থা মেটা।
Meta Layoffs: এলন মাস্কের (Elon Musk) দেখানো পথে এবার হাঁটতে চলেছেন মার্ক জুকেরবার্গ (Mark Zukerberg)। রিপোর্ট বলছে, চলতি সপ্তাহেই কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta)। স্বাভাবিকভাবেই যা মেটার কর্মীদের জন্য দুঃসংবাদ
Facebook Layoffs: বুধবার থেকেই ছাঁটাই শুরু !
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, মেটা বুধবার অর্থাৎ ৯ নভেম্বর থেকে কোম্পানিতে ব্যাপক ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে। এই ছাঁটাইয়ের প্রভাবকোম্পানির হাজার হাজার কর্মচারীর ওপর পড়বে। পরিসংখ্যান বলছে, অতীতে এত বড় মাপের ছাঁটাইয়ের পথে কখনোই হাঁটেনি কোম্পানি। সেপ্টেম্বরের শেষে কোম্পানি জানিয়েছিল, মেটাতে মোট ৮৭,০০০ কর্মী কাজ করেন। তবে সেই সময় কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কিছু বলা হয়নি।
Meta Share: মেটার শেয়ারে বড় পতন
মেটার স্টকে চলতি বছরে বিশাল পতন দেখা গেছে। পরিসংখ্যান বলছে, শেয়ারের মোট ৭৩ শতাংশ কমেছে চলতি বছরে। ২০১৬-র থেকে বড় পতন দেখা দিয়েছে কোম্পানির শেয়ারে।আগের থেকে বড় পতনের পর, কোম্পানির শেয়ারগুলি মার্কিন বাজারের S&P 500 সূচকের সবচেয়ে খারাপ-পারফর্মিং স্টক হয়ে উঠেছে। এই বছর মেটার শেয়ারের মূল্য প্রায় ৬৭ বিলিয়ন ডলার কমেছে, যা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা।
হাজার হাজার কর্মচারীর কর্মসংস্থান হবে
বর্তমানে ওয়াল স্ট্রিট জার্নালের এই খবরের বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি মেটা। তবে টেক বিশেষজ্ঞরা বলছে, কোম্পানির শেয়ার তলানিতে যাওয়ায় বড় ধরনের ছাঁটাই হতে পারে কোম্পানিতে। আপাতত হাজার-হাজার কর্মচারীকে বরখাস্ত করার পরিকল্পনা রয়েছে মার্ক জুকেরবার্গের।
সম্প্রতি টুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) দাবি করেছেন যে টুইটারকে রক্ষা করতে কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও উপায় তাঁর কাছে ছিল না। ফলে এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হয়েছেন।
ব্লুমবার্গ নিউজের রিপোর্ট অনুযায়ী, সাড়ে তিন হাজারের উপরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে এবার। সম্প্রতি নিউইয়র্ক টাইমসও, একটি প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরে নভেম্বরের শুরুতেই কর্মী ছাঁটাইয়ের পথে যেতে পারেন ইলন মাস্ক। যদিও তখন একথা অস্বীকার করেন তিনি। তবে এবার সরাসরি টুইটার সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে যে, শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।
আরও পড়ুন : Anti Pollution Mask: চার্জ করতে পারবেন, বিশুদ্ধ বাতাস দেবে এই মাস্ক