Moto E32: ভারতে কবে লঞ্চ হবে মোটো ই৩২, প্রকাশ্যে সম্ভাব্য স্পেসিফিকেশন
Motorola Smartphone: ভারতে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে মোটো ই৩২ ফোন কেনা যাবে। অনুমান, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে মোটো ই৩২ ফোন।
Moto E32: মোটো ই৩২ (Moto E32) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৭ অক্টোবর এই ফোন লঞ্চ হবে দেশে। মোটোরোলা ‘ই’ সিরিজের (Motorola E Series) এই ফোন ইতিমধ্যেই ইউরোপে লঞ্চ হয়ে গিয়েছে। মোটো ই৩২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। মোটো ই২২এস ফোনের সঙ্গে ডিজাইন এবং স্পেসিফিকেশন মোটো ই৩২ ফোনের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে।
ভারতে মোটো ই৩২ ফোনের দাম কত হতে পারে
ভারতে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে মোটো ই৩২ ফোন কেনা যাবে। অনুমান, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে মোটো ই৩২ ফোন। কসমিক ব্ল্যাক এবং আইসবার্গ ব্লু- এই দুই রঙে এবং একটিই র্যাম ও স্টোরেজ নিয়ে মোটো ই৩২ ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। এর আগে ইউরোপে এই ফোন লঞ্চ হয়েছিল। সেখানে ফোনের দাম ছিল EUR 149 বা ভারতীয় মুদ্রায় ১২ হাজার টাকা। অনুমান ভারতেও মোটো ই৩২ ফোনের দাম এর আশপাশেই হতে পারে।
মোটো ই৩২ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- মোটোরোলা ই৩২- এই ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর থাকতে পারে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। My UX interface- এর সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে মোটো ই৩২ ফোন। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং ফিচার থাকারও সম্ভাবনা রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে টাইপ-সি ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকতে পারে। ডুয়াল সিম থাকার কথাও শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে মাইক্রো এসডি কার্ড, যার সাহায়ে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর সঙ্গে ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট থাকতে পারে এই ফোনে। শোনা যাচ্ছে ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক টেকনোলজি থাকতে পারে ইউজারদের নিরাপত্তার স্বার্থে।
আরও পড়ুন- আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো- তে দুরন্ত ছাড়, কী অফার দিচ্ছে বিজয় সেলস