Smartphones: ভারতে মোটো জি৩৪ ৫জি ফোন লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা, কী কী ফিচার থাকতে পারে?
Motorola Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা 'জি' সিরিজের ফোন মোটো জি৩৪ ৫জি। এই ফোনের সম্ভাব্য ফিচারের তালিকা দেখে নিন একঝলকে।
Smartphones: মোটোরোলা সংস্থার নতুন ফোন (MOtorola Smartphone) লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হবে মোটোরোলা 'জি' সিরিজের ফোন (Motorola G Series Phone)। আগামী ৯ জানুয়ারি দুপুর ১২টার সময় ভারতে আসছে মোটো জি৩৪ ৫জি (Moto G34 5G) মডেল। দেশে লঞ্চের পর অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে। মোটো জি৩৪ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি ভেগান লেদার ফিনিশ থাকবে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকবে বলে ঘোষণা করেছে মোটোরোলা সংস্থা। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল মোটো জি৩৪ ৫জি ফোন। এবার আসছে ভারতের বাজারে। মোটরোলা সংস্থার ওয়েবসাইট থেকেও এই ফোন কেনা যাবে। এর পাশাপাশি ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে এই ফোনের জন্য। এর আগে ২০২২ সালের অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৩২ ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি৩৪ ৫জি ফোন।
ভারতে মোটো জি৩৪ ৫জি ফোনের দাম কত হতে পারে
অনুমান করা হচ্ছে, দামের নিরিখে চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ফোনের মিল থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে মোটো জি৩৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে কেবলমাত্র ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এর দাম CNY 999 - ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৬০০ টাকা। ভারতেও মোটো জি৩৪ ৫জি ফোনের এই ভ্যারিয়েন্ট লঞ্চ হবে। সঙ্গে থাকতে পারে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল। এর আগে ভারতে মোটো জি৩২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ নিয়ে। এই মডেলের দাম ছিল ১২,৯৯৯ টাকা।
মোটো জি৩৪ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে মোটো জি৩৪ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। এছাড়াও ডুয়াল স্টিরিও স্পিকার থাকার কথা শোনা গিয়েছে যেখানে ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকতে পারে।
- মোটো জি৩৪ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।