![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Moto G62 5G: ১১ অগস্ট ভারতে লঞ্চ হবে মোটো জি৬২ ৫জি, কী কী ফিচার থাকতে পারে দেখে নিন
Motorola Smartphone: মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি৬২ ৫জি ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১১ অগস্ট।
![Moto G62 5G: ১১ অগস্ট ভারতে লঞ্চ হবে মোটো জি৬২ ৫জি, কী কী ফিচার থাকতে পারে দেখে নিন Moto G62 With Snapdragon 695 SoC and 120Hz Display Launching in India on August 11 Moto G62 5G: ১১ অগস্ট ভারতে লঞ্চ হবে মোটো জি৬২ ৫জি, কী কী ফিচার থাকতে পারে দেখে নিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/09/797f19788a26da9b529a021cf86282071660059882275485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Moto G62 5G: মোটো জি৬২ (Moto G62 5G) ফোন ভারতে লঞ্চ হবে ১১ অগস্ট। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series Phone) এই ফোনের সম্ভাব্য বেশ কিছু ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যদিও এই ফোনের দাম কত হবে তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মোটো জি৬২ নাকি ‘Most Affordable 5G Phone’ হতে চলেছে। এবার দেখে নেওয়া যাক মোটোরোলা ‘জি’ সিরিজের আসন্ন ফোন মোটো জি৬২ ৫জি- র সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন। এক্ষেত্রে উল্লেখ্য, মোটো জি৬২ ৫জি ফোন ইতিমধ্যেই ব্রাজিলে লঞ্চ হয়েছে। তবে ব্রাজিলের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের ফিচারে কিছু পার্থক্য থাকবে। মূলত স্পেসিফকিকেশনের ক্ষেত্রে ফারাক থাকবে বলে শোনা যাচ্ছে।
মোটো জি৬২ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে- একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে মোটো জি৬২ ৫জি ফোনে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে ব্রাজিলের ভ্যারিয়েন্টের মতোই একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
প্রসেসর- মোটো জি৬২ ৫জি ফোন ব্রাজিলে লঞ্চ হয়েছিল স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর নিয়ে। তবে অনুমান করা হচ্ছে এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে পারে।
রঙ এবং কোথা থেকে কেনা যাবে- ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোটো জি৬২ ৫জি ফোন। কালো এবং সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে 12 5G ব্যান্ডের সাপোর্ট থাকতে পারে।
ক্যামেরা স্পেসিফিকেশন- মোটো জি৬২ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
ব্যাটারি ও চার্জিং ফিচার- মোটো জি৬২ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২০ ওয়টের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।
মোট জি৩২
সম্প্রতি ভারতে মোটোরোলা ‘জি’ সিরিজের একটি ফোন লঞ্চ হয়েছে। এই ফোনের নাম মোটো জি৩২। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এই একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন ফোন মোটো জি৩২। মিনারেল গ্রে এবং সাটিন সিলভার- এই দুই রঙে পাওয়া যাবে মোটোরোলার নতুন ফোন। আগামী ১৬ অগস্ট থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। মোটো জি৩২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অন্যান্য প্রথম সারির অফলাইন দোকান থেকে।
আরও পড়ুন- ১১ অগস্ট একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করবে মোটোরোলা, থাকছে একটি ফোল্ডেবল স্মার্টফোনও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)