Motorola Phone: ভারতে আসছে মোটোরোলার নতুন ৫জি ফোন, কবে লঞ্চ? কেমন হবে ডিজাইন ও ফিচার
Motorola Edge 60 Pro: অবশেষে মোটোরোলা সংস্থার তাদের 'এজ' সিরিজের নতুন ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে। আগামী৩০ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন।

Motorola Phone: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা সংস্থার নতুন ফোন। গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে। এবার আসতে চলেছে ভারতে। দেশে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৬০ প্রো ফোন (Motorola Edge 60 Pro)। তবে বেস মডেল অর্থাৎ ভ্যানিলা মডেল মানে মোটোরোলা এজ ৬০ ফোন (Motorola Edge 60) ভারতে কবে লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। যদিও এই ফোন কিন্তু প্রো মডেলের সঙ্গেই লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। অন্যদিকে শোনা গিয়েছে, মোটোরোলা এজ ৬০ প্রো ফোন গ্লোবাল মার্কেটে যেভাবে লঞ্চ হয়েছে, সিএ ডিজাইন, ফিচার নিয়েই আসতে চলেছে ভারতে। এক টিপস্টার আগেই আভাস দিয়েছিলেন যে এপ্রিল মাসের শেষের দিকেই সম্ভবত ভারতে লঞ্চ হবে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। অবশেষে মোটোরোলা সংস্থার তাদের 'এজ' সিরিজের নতুন ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে। আগামী৩০ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের মতো ভারতে লঞ্চ হওয়া ফোনেও থাকতে চলেছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন
টিপস্টার অভিষেক যাদব আভাস দিয়েছেন এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম প্রসেসর থাকতে পারে। এর পাশাপাশি ৬০০০ এমএএইচের ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে। এছাড়াও মোটোরোলার আসন্ন 'এজ' সিরিজের ফোনে তিন তিনটে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৩ এক্স অপটিকাল জুম যুক্ত) এবং ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর দেখা গিয়েছে মোটোরোলা এজ ৬০ প্রো ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে। এমন ধরনের ক্যামেরা ফিচারই ভারতে লঞ্চ হতে চলা প্রো মডেলে থাকবে বলে অনুমান। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের সহজে নষ্ট হবে না এই ফোন। অন্যদিকে জানা গিয়েছে, ফোনের ডিসপ্লের উপর থাকবে কর্নিং গোরিলা গ্লাস ৭আই লেয়ার। ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা রয়েছে। এছাড়াও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট।






















