New Samsung Galaxy A-Series: ১৭ মার্চ আসছে স্যামসাঙের এই দুই ফোন ! কী থাকছে নতুন চমক ?
New Samsung Galaxy A-Series: নতুন অনুষ্ঠানের দিন সম্পর্কে জানালেও এখনও পণ্য প্রকাশ্যে আনার বিষয়ে কিছুই সামনে আনেনি কোম্পানি। তবে মনে করা হচ্ছে, স্যামসাঙের 'এ' সিরিজের ফোনই আসতে চলেছে বাজারে।
Samsung Galaxy A-Series: এবার গ্যালাক্সির নতুন 'এ' সিরিজের ফোন আনছে স্যামসাং। আগামী ১৭ মার্চ প্রকাশ্যে আসবে কোম্পানির এই দুই ফোন। শোনা যাচ্ছে, Galaxy A53 5G ও Galaxy A73 5G লঞ্চ করতে চলেছে কোম্পানি।
New Samsung Galaxy A-Series: নতুন অনুষ্ঠানের দিন সম্পর্কে জানালেও এখনও পণ্য প্রকাশ্যে আনার বিষয়ে কিছুই সামনে আনেনি কোম্পানি। তবে মনে করা হচ্ছে, স্যামসাঙের 'এ' সিরিজের ফোনই আসতে চলেছে বাজারে। গত বছরও প্রায় এই সময়ে Galaxy A72 ও Galaxy 52 এনেছিল স্যামসাং।
Samsung Galaxy A-Series: কী থাকতে পারে নতুন দুই ফোনে ?
গত মাসে 'স্যাম' (শ্যাডো লিক অন ট্যুইটার) নামে একজন টিপস্টার দাবি করেছন, Samsung Galaxy A53-এ 120 হার্টজের রিফ্রেশ রেট ও ফুল-HD+ রেজোলিউশন সহ একটি 6.52-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে নতুন ফোনে। ফোনকে শক্তি জোগাবে Exynos 1200 চিপসেট। যা Galaxy S21 সিরিজকেও পাওয়ার দেয়। ফোনে আমরা একটি 64-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি 12-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ছাড়াও দুটি 5-মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত কোয়াড-ক্যামেরা সেটআপ দেখতে পারি। স্মার্টফোনে 25W দ্রুত চার্জিং সহ একটি 5,000mAh ব্যাটারি থাকতে পারে।
Samsung Galaxy A73 5G: এই ফোনে থাকতে পারে 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ 120Hz AMOLED ডিসপ্লে। এটি Qualcomm Snapdragon 750G চিপসেট ও 25W দ্রুত চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি দিতে পারে কোম্পানি। পিছনে একটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা ও একটি 12-মেগাপিক্সেল সেকেন্ডারি শ্যুটার থাকতে পারে ফোনে। একটি 8-মেগাপিক্সেল টারশিয়ারি শ্যুটার ও একটি 2-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে ফোনে। দুটি ফোনই Android 12-ভিত্তিক One UI 3-তে চলবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, ৩০ হাজার টাকার মধ্যে এই ফোন আনতে চলেছে স্যামসাং। সেই ক্ষেত্রে যারা বাজেটের কারণে ফ্ল্যাগশিপ ফোন কিনতে পারেন না, তাদের কাছে ভাল অপশন হতে পারে এই দুই ফোন।