OnePlus Flagship Phone: ডিসেম্বরে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
OnePlus 12: এই ফোনের টেলিফটো লেন্সে ৩এক্স অপটিকাল জুম ফিচারের সাপোর্ট থাকতে পারে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২ ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে।
OnePlus Flagship Phone: ওয়ানপ্লাস সংস্থা তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) লঞ্চ করতে চলেছে। আগামী ৪ ডিসেম্বর চিনে এই ফোন লঞ্চ হতে চলেছে। সেই সময়েই ওয়ানপ্লাস সংস্থার ১০ বছর পূর্ণ হবে। এই ফ্ল্যাগশিপ ফোনের (Flagship Phone) সঙ্গে মিডিয়াম রেঞ্জের আরও একটি ফোন লঞ্চ করবে ওয়ানপ্লাস, যার নাম OnePlus Ace 3। ওয়ানপ্লাস সংস্থা তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে বিশদে কিছু না জানালেও সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যেমন শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২ ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে। অ্যাপেলের এ১৭ প্রো চিপের মতো কাজ করবে এই প্রসেসর। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, গেম খেলা হোক কিংবা জটিল ও ভারী কাজ- সবেতেই দুর্দান্ত পারফরম্যান্স দেবে ওয়ানপ্লাসের আসন্ন মডেল। ১৬ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। একাধিক র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
ডিসপ্লে (সম্ভাব্য)- ওয়ানপ্লাস ১২ ফোনে একটি BOE- র তৈরি প্যানেল থাকতে পারে। ৬.৮২ ইঞ্চির পাঞ্চ হোল OLED ডিসপ্লে ওয়ানপ্লাস ১২ ফোনে থাকতে পারে। সেখানে ২কে রেজোলিউশন পাওয়া যেতে পারে। শোনা গিয়েছে, এই ফোনে একটি BOE X1 প্যানেল থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
ক্যামেরা (সম্ভাব্য)- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ওয়ানপ্লাস ১২ ফোনে। একটি LYT-T808 মেন লেন্স, একটি ৪৮ মেগাপিক্সেলের Sony IMX581 আলট্রা ওয়াইড ইউনিট এবং একটি৬৪ মেগাপিক্সেলের OmbiVision OV64B টেলিফটো লেন্স থাকতে পারে। টেলিফটো লেন্সে ৩এক্স অপটিকাল জুম ফিচারের সাপোর্ট থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
ব্যাটারি (সম্ভাব্য)- ওয়ানপ্লাস ১২ ফোন ৫৪০০ এমএএইচ ব্যাটারি নিয়ে চিনে লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্স এবং ColorOS 14- এর সাপোর্ট থাকতে পারে আসন্ন ফোনে। আপাতত শুরুতে চিনে এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। ভারতে লঞ্চ হবে কিনা, হলে কবে হবে, সিএ প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও।
আরও পড়ুন- 'এক্স' মাধ্যমের জনপ্রিয় ফিচার 'হ্যাশট্যাগ' এবার আসছে থ্রেডস অ্যাপেও, তবে রয়েছে সামান্য চমক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।