OnePlus Ace Pro: ওয়ানপ্লাসের নতুন ফোনে থাকবে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, দেখে নিন অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন
OnePlus Smartphone: এর আগে OnePlus Ace ফোন লঞ্চ হয়েছিল এপ্রিল মাসে। সেই ফোনেও ছিল ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এবার OnePlus Ace Pro ফোনেও সেই একই চার্জিং ফিচার থাকবে।
OnePlus Ace Pro: ওয়ানপ্লাসের (OnePlus) নতুন ফোন লঞ্চ হতে চলেছে চিনে। জানা গিয়েছে, আগামী ৩ অগস্ট চিনে লঞ্চ হবে OnePlus Ace Pro। এই স্মার্টফোনে (Smartphone) থাকতে চলেছে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং (150W Fast Charging) টেকনোলজির সাপোর্ট। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফিচার নিশ্চিত করেছে চিনের সংস্থা ওয়ানপ্লাস। এর পাশাপাশি অনলাইনে ফাঁস হয়েছে OnePlus Ace Pro ফোনের লাইভ ছবি। তার থেকে এই ফোনের ডিজাইন এবং লুক সম্পর্কে আন্দাজ করা সম্ভব হয়েছে। বলা হচ্ছে, OnePlus Ace Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে। তার সঙ্গে যুক্ত থাকবে ১৬ জিবি র্যাম। বলা হচ্ছে OnePlus Ace Pro ফোন আসলে ওয়ানপ্লাস ১০টি ফোনে rebadged version হতে চলেছে।
চার্জিং টেকনোলজি
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে OnePlus Ace ফোন লঞ্চ হয়েছিল এপ্রিল মাসে। সেই ফোনেও ছিল ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এবার OnePlus Ace Pro ফোনেও সেই একই চার্জিং ফিচার থাকবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস সংস্থা।
অন্যান্য ফিচার ও ডিজাইন-লুক
OnePlus Ace Pro ফোনে একটি Eight Channel Vapour Cooling Chamber থাকার কথা রয়েছে। এই ফিচারের সাহায্যে ফোন ঠান্ডা থাকবে। অর্থাৎ একটানা ব্যবহার করলেও গরম হবে না বা গরম হলেও ফোনের ভিতর থেকে অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে। মূলত নাগাড়ে গেম খেললে বা অনেকক্ষণ টানা ফোনে কিছু ভিডিও দেখলে, গান শুনলে ফোন গরম হতে পারে। Hesse এবং Qingwu- এই দুই রঙে OnePlus Ace Pro ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে বাঁদিকের কোণে থাকবে রেয়ার ক্যামেরা সেনসর। তার সঙ্গে থাকবে একটি LED ফ্ল্যাশ। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাসের এই ফোন যেদিন লঞ্চ হবে সেই দিনই আন্তর্জাতিক বাজার এবং ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোন।
আরও পড়ুন- কেমন দেখতে হবে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোন, দেখুন