OnePlus Foldable Phone: 'ফাইন্ড এন'- এর পর নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস
Foldable Phone: নতুন ফোল্ডেবল ফোনের নাম ঘোষণা করেনি ওয়ানপ্লাস সংস্থা।
OnePlus Foldable Phone: ফোল্ডেবল ফোন (Foldable Phone) ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্মার্টফোনের বাজারে। সম্প্রতি স্যামসাং, শাওমি এবং মোটরোলা সংস্থা ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। এবার ওয়ানপ্লাসও নতুন ফোল্ডেবল (OnePlus Foldable Phone) ফোন লঞ্চ করতে চলেছে। ওয়ানপ্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা Pete Lau সম্প্রতি ট্যুইটারে এই ফোল্ডেবল ফোন লঞ্চের আভাস দিয়েছেন। যদিও এখনও এই ফোনে ফোল্ডেবল ফোনের নাম ঘোষণা করা হয়নি। এই ফোনের কোনও ফিচার বা স্পেসিফিকেশনও সেভাবে প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের শেষদিকে ফাইন্ড এন (OnePlus Find N) ফোন লঞ্চ করে ফোল্ডেবল ফোনের দুনিয়ায় পা রেখেছিল ওয়ানপ্লাস সংস্থা।
শোনা যাচ্ছে, ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। ২০২১ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল ফাইন্ড এন ফোন। এই ফোনের সঙ্গে নতুন ফোল্ডেবল ফোনের কিছু মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন একবার দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোল্ডেবল ফোন
ডিসপ্লে, প্রসেসর এবং র্যাম-স্টোরেজ: এই ফোনে রয়েছে একটি ৭.১ ইঞ্চির ইনওয়ার্ড ফোল্ডিং ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫.৪৯ ইঞ্চির একটি কভার OLED ডিসপ্লে। ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোল্ডেবল ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।
ক্যামেরা সেনসর: এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি সেনসর, একটি ১৬ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়াও এই ফোনের আউটার ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেল এবং ইনার স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
ব্যাটারি ও চার্জিং ফিচার: ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে একটি ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।
শাওমি মিক্স ফোল্ড ২
সম্প্রতি শাওমি সংস্থাও একটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। এই ফোনের নাম শাওমি মিক্স ফোল্ড ২। আপাতত চিনেই লঞ্চ হয়েছে এই ফোন। বিশ্বের বাজারে বা ভারতে এই ফোল্ডেবল ফোন কবে লঞ্চ হবে বা আদৌ হবে কিনা তা জানা যায়নি এখনও।
আরও পড়ুন- আইফোন ১৩ সিরিজের মতো আইফোন ১৪ প্রো মডেলেও থাকবে ১২৮ জিবি স্টোরেজ