(Source: ECI/ABP News/ABP Majha)
OnePlus Nord 2T 5G এল ভারতে, সুপারভুক ফাস্ট চার্জিং ছাড়াও নতুন স্পেকস, দাম কত জানেন ?
OnePlus Nord 2T 5G : শুক্রবার চিনা হ্যান্ডসেট নির্মাতা OnePlus আনুষ্ঠানিকভাবে এই ফোন লঞ্চ করেছে। জেনে নিন ফোনের দাম, স্পেকস ও ফিচার।
OnePlus Nord 2T 5G : জল্পনার শেষ, ভারতে এল OnePlus Nord 2T 5G। শুক্রবার চিনা হ্যান্ডসেট নির্মাতা OnePlus আনুষ্ঠানিকভাবে এই ফোন লঞ্চ করেছে। জেনে নিন ফোনের দাম, স্পেকস ও ফিচার।
OnePlus Nord 2T 5G: কাদের সঙ্গে প্রতিযোগিতা ?
গত বছরই OnePlus Nord 2 5G লঞ্চ করেছিল কোম্পানি। টেক সাইটগুলির মতে, নতুন ফোন গত বছরের ফোনের আপগ্রেড।OnePlus Nord 2T 5G-তে ৯০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা ও ৪৫০০ এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। তবে নতুন ফোনে পাবেন একটি অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর। ৮০ ওয়াটের দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে ফোনে। আগের ফোন Nord 2 5G-তে ডাইমেনসিটি ১২০০ চিপসেট ও ৬৫ ওয়াট চার্জিং ছিল। OnePlus Nord 2T 5G-র সঙ্গে লড়াই হবে Motorola Edge 30,iQoo Neo 6, Poco F4 5G, Mi 11X ছাড়াও Samsung Galaxy A33 5G-র মতো ফোনগুলির সঙ্গে।
OnePlus Nord 2T 5G: ভারতে অফার ও দাম
ভারতে OnePlus Nord 2T 5G-র দাম শুরু হচ্ছে ২৮,৯৯৯ টাকা থেকে। যেখানে ৮জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ পাবেন ক্রেতা। ফোনটির একটি ১২জিবি + ২৫৬জিবি মডেলেও পাওয়া যায়। যার দাম ৩৩,৯৯৯ টাকা। OnePlus Nord 2T 5 জুলাই থেকে গ্রে শ্যাডো ও জেড ফগ রঙে অ্যামাজন, OnePlus.in, OnePlus Store অ্যাপ, OnePlus Experience Stores ও দেশের নির্বাচিত খুচরো আউটলেটগুলিকে পাওয়া যাবে।
OnePlus Nord 2T 5G: স্পেসিফিকেশন ও ফিচার
ফোনে পাবেন ডুয়াল-সিম (ন্যানো)। OnePlus Nord 2T 5G অক্সিজেন ওপারেটিং সিস্টেম ১২.১-সহ অ্যান্ড্রয়েড ১২-এ চলে। এতে একটি 6.43-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ও ৯০ হার্টজের রিফ্রেস রেট রয়েছে। পাঞ্চ হোল ডিসপ্লে HDR10+ সার্টিফিকেশন সহ এতে কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা দেওয়া হয়েছে। OnePlus Nord 2T 5G-তে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর। সঙ্গে পাবেন ১২ জিবি LPDDR4X RAM-এর অপশন। ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যেখানে একটি f/1.8 লেন্স সহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX766 প্রাথমিক সেন্সর দেওয়া হয়েছে। যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট পায়। ক্যামেরা সেটআপে একটি ৮মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শ্যুটারও রয়েছে এই ফোনে। যার ফিল্ড-অফ-ভিউ ১২০
ডিগ্রি ও একটি এফ/২.২ লেন্স সহ একটি ২-মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর রয়েছে।
আরও পড়ুন : Nothing Phone 1: শুরু হতে চলেছে নাথিং ফোন ১- এর প্রি-বুকিং, দাম কত হতে পারে?