OnePlus Nord Phone: ওয়ানপ্লাসের 'নর্ড' সিরিজের নতুন ফোন দ্রুত লঞ্চ হতে পারে ভারতে, কোন মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে?
OnePlus Smartphone: শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন নাকি OnePlus Ace 3V ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনের সাকসেসর হিসেবে নতুন ফোন লঞ্চ হতে পারে।
OnePlus Nord Phone: ভারতে ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। প্রসঙ্গত উল্লেখ্য, এবার সম্ভবত লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৪ (OnePlus Nord 4)। এই ফোন আসলে ওয়ানপ্লাস নর্ড ৩ (OnePlus Nord 3) ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে। ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন ভারতে লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন নাকি OnePlus Ace 3V ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। এক্ষেত্রে উল্লেখ্য, যদি ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন সত্যিই OnePlus Ace 3V ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনে ফিচার, ডিজাইন, স্পেসিফিকেশন এইসবের নিরিখে সামঞ্জস্য থাকবে। এখনও অবশ্য ওয়ানপ্লাস সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। আর এইসবের মধ্যে একবার এমনও শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৫ ফোন (OnePlus Nord 5) লঞ্চ হতে পারে ভারতের বাজারে।
OnePlus Ace 3V ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক
- এই ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর, যা এখনও লঞ্চ হয়নি। তবে এই প্রসেসর প্রায় পুরোটাই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের মতো কাজ করবে।
- ওয়ানপ্লাসের এই ফোনে একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে যেটি একটি OLED স্ক্রিন হবে এবং তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে।
- এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে। তার সঙ্গে ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর। চিনে এই ফোনের দাম হতে পারে CNY 2,000 যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৪০০ টাকা।
ভারতে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনের দাম কমেছে ৩০০০ টাকা
ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনের দাম ৩০০০ টাকা কমার ফলে এখন ভারতে এই ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে এই ভ্যারিয়েন্টে। লঞ্চের সময় দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। এই ফোনের ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৪১,৯৯৯ টাকা, যার লঞ্চের সময় দাম ছিল ৪৪,৯৯৯ টাকা। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার সাইটে এই নতুন দাম দেখা যাবে।
আরও পড়ুন- অনলাইনে হাজির নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন, কত দামে কেনা যাবে? রইল ফিচার