Samsung Galaxy Smartphone: অনলাইনে হাজির নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন, কত দামে কেনা যাবে? রইল ফিচার
Samsung Galaxy M14 4G: অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। এই ৪জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত PLS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি (Samsung Galaxy M14 4G) ফোনের নাম অনলাইনে দেখা গিয়েছে ভারতে। দুটো রঙে এবং দুটো র্যাম ও স্টোরেজ নিয়ে অনলাইনে যুক্ত হয়েছে এই ফোনের নাম। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট (Triple Camera Unit) রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি ফোনে। এছাড়াও রয়েছে ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং (Fast Charging Support) সাপোর্ট।
স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি ফোনের দাম
অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম।
স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত PLS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- এছাড়াও এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ বেসড OneUI 5.1- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। স্যামসাংয়ের দাবি এই ফোনে দু'বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি ফিচারের আপডেট পাওয়া যাবে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
১১ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে দু'টি স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের সঙ্গে একই দিনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন। ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ফাঁস হয়েছে অনলাইনে। ভারতে ১১ মার্চ দুপুর ২টো ৩০ মিনিটে লঞ্চ হতে চলেছে এই ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন। এক্স মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হলুদ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ফ্ল্যাট সাইড থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও একটি মেটালিক ফ্রেম দেখা যাবে স্যামসাংয়ের আসন্ন এই ফোনে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে। এই ক্যামেরা সেটআপ অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের মতো। এছাড়াও ফোনের ডানদিকের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স রয়েছে। ফোনের ডানদিকের এই অংশে সামান্য উঁচু হয়েছে বর্ডার।
আরও পড়ুন- ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?