(Source: ECI/ABP News/ABP Majha)
OnePlus Nord Watch: ১০৫- টিরও বেশি স্পোর্টস মোড থাকতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে
OnePlus Smartwatch: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ। এই ফোনে আর কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে।
OnePlus Nord Watch: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নর্ড ওয়াচ (OnePlus Nord Watch)। এই প্রথম নর্ড সিরিজের স্মার্টওয়াচ (Nord Smart Watch) দেশে লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড ওয়াচে থাকতে চলেছে ১০৫- টিরও বেশি স্পোর্টস মোড (Sports Mode)। ইনডোর, আউটডোর, ওয়াকিং, রানিং, যোগা, ক্রিকেট এবং সাইক্লিং- সব মিলিয়ে ১০৫- টিরও বেশি স্পোর্টস মোড থাকতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে। এখনও ভারতে ওয়ানপ্লাসের এই স্মার্টওয়াচ লঞ্চের সঠিক দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে অনুমান, আর বেশিদিন দেরি নেই। আনুষ্ঠানিক লঞ্চের আগেই ওয়ানপ্লাস নর্ড ওয়াচ সম্পর্কে নতুন তথ্য এল প্রকাশ্যে।
ওয়ানপ্লাস নর্ড ওয়াচে থাকতে চলেছে একটি ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ। এই স্মার্টওয়াচে ইউজারদের জন্য থাকতে চলেছে ১০০- র বেশি কাস্টোমাইজেবল ওয়াচ ফেসের সুবিধা। ইতিমধ্যেই এই স্মার্টওয়াচের একটি টিজার ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে থাকবে আয়তাকার ডায়াল। তার ডানদিকে থাকবে নেভিগেশন বাটন। এই স্মার্টওয়াচ গোলাকার ডায়াল নিয়েও লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু’ধরনের ডিভাইসের সঙ্গেই সংযুক্ত করা যাবে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ। এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। একবার চার্জ দিলে ৩০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে।
ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই স্মার্টওয়াচে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটর করার মতো ফিচারের সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচে থাকবে ২৪ ঘণ্টার জন্য হার্ট রেট ট্র্যাকিং ফিচার। এর পাশাপাশি ইউজারের স্ট্রেস মনিটর করা থেকে শুরু করে মহিলা ইউজারের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি ট্র্যাক করার জন্য বিশেষ ট্র্যাকিং ফিচারের সাপোর্টও থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে। এছাড়াও এই স্মার্টওয়াচে থাকতে পারে ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচের দাম হতে পারে ৫০০০ টাকার মধ্যে। এখনও পর্যন্ত এমনটাই শোনা গিয়েছে।
ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ফোন OnePlus 10R 5G Prime Blue Edition। এর আগে ওয়ানপ্লাস সংস্থা ভারতে তাদের OnePlus 10R 5G ফোনের আরও দুটো এডিশন লঞ্চ করেছিল। চলতি বছর এপ্রিল মাসেই লঞ্চ হয়েছিল সেই দুই ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস সংস্থা তাদের OnePlus 10R 5G ফোনের স্ট্যান্ডার্ড এবং Endurance এডিশন চলতি বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ করেছিল।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে 'কল লিঙ্ক', দ্রুত চালু হচ্ছে নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে