Whatsapp Features: হোয়াটসঅ্যাপে 'কল লিঙ্ক', দ্রুত চালু হচ্ছে নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে
Whatsapp: হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল করার সময় তৈরি করা যাবে লিঙ্ক।
Whatsapp Features: হোয়াটসঅ্যাপ (Whatsapp) সম্প্রতি ঘোষণা করেছে যে তারা একটি নতুন ফিচার (Whatsapp Feature) লঞ্চ করতে চলেছে যার নাম Call Links। এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা একটি নতুন কল শুরু করতে পারবেন অথবা চালু থাকা একটি ফোনকলে যুক্ত হতে পারবেন। হোয়াটসঅ্যাপের কল ট্যাবে যুক্ত হবে এই কল লিঙ্ক অপশন। এর ফলে অডিও বা ভিডিও কলের জন্য লিঙ্ক তৈরি করতে পারবেন ইউজাররা। এই লিঙ্ক অন্যান্য মাধ্যমে শেয়ারও করা যাবে। মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে যে এই ফিচারের রোল আউট শুরু হতে পারে পরের সপ্তাহে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের তরফে আরও একটি ফিচারের টেস্টিংয়ের কথাও ঘোষণা করা হয়েছে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কলে ৩২ জন পর্যন্ত ইউজার যুক্ত হতে পারবেন।
মার্ক জুকেরবার্গ ফেসবুকে ঘোষণা করেছেন যে হোয়াটসঅ্যাপে কল লিঙ্ক অপশনের রোল আউট শুরু হতে চলেছে। এর সাহায্যে ইউজাররা অডিও বা ভিডিও কলের জন্য একটি লিঙ্ক তৈরি করে তা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে বন্ধুদের এবং পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। ঠিক যেমন ভাবে গুগল মিট অথবা মাইক্রো টিম কলের জন্য লিঙ্ক শেয়ার করা হয়, তেমনভাবেই এই লিঙ্কও শেয়ার করা যাবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের কল ট্যাবে এই কল লিঙ্ক অপশন যুক্ত হতে পারে। এর থেকে অনুমান করা হচ্ছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড- এই দুই ভার্সানে চালু হবে নতুন ফিচার। তবে কোন কোন ডিভাইসের জন্য এই ফিচার উপযুক্ত তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। চলতি সপ্তাহের শেষে বা পরের সপ্তাহের শুরুতে এই ফিচারের রোল আউট শুরু হবে। লেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপ অ্যাপে এই সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে হোয়াটসঅ্যাপের গ্রুপের ভিডিও কলে ৩২ জন যুক্ত হওয়ার যে ফিচার আসতে চলেছে তা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই চালু হবে। ইউজারদের জন্য প্রায়শই নতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। এতদিনে একাধিক ফিচার চালু করেছে এই মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করতে হলেও নাকি টাকা দিতে হবে ইউজারদের। এছাড়াও হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে আরও একটি নতুন ফিচার। এবার থেকে 'ডু নট ডিস্টার্ব' সহ মিসড কল অ্যালার্টের সুবিধা পাওয়া যাবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে।
আরও পড়ুন- ১০টি ইউটিউব চ্যানেল থেকে ৪৫টি ভিডিও ব্লক করল ভারত সরকার, কী অভিযোগ