![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Oppo A77s: ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৭এস ফোন, দাম কত, দেখে নিন বিভিন্ন ফিচার
Oppo Smartphone: ওপ্পো এ৭৭এস ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই এই ফোন কেনা যাবে।
![Oppo A77s: ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৭এস ফোন, দাম কত, দেখে নিন বিভিন্ন ফিচার Oppo A77s With 5000mAh Battery Snapdragon 680 SoC Launched in India know Price and other Specifications Oppo A77s: ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৭এস ফোন, দাম কত, দেখে নিন বিভিন্ন ফিচার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/06/a8e86948e470e0f7cf7d575fd33b72981665048374090485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Oppo Smartphone: ওপ্পো এ৭৭এস (Oppo A77s) ফোন লঞ্চ হয়েছে ভারতে। মিড-রেঞ্জের এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ওপ্পো এ৭৭এস ফোনে রয়েছে AI ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। ওপ্পো এ৭৭এস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। সানসেট অরেঞ্জ এবং স্টারি ব্ল্যাক- এই দুই রঙে ওপ্পো এ৭৭এস ফোন লঞ্চ হয়েছে। ৭ অক্টোবর এই ফোনের বিক্রি শুরু হবে।
ওপ্পো এ৭৭এস ফোনের দাম এবং উপলব্ধতা
ওপ্পো ‘এ’ সিরিজের এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই এই ফোন কেনা যাবে। ক্রেডিট বা ডেবিট (নির্দিষ্ট) কার্ডে এই ফোন কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
ওপ্পো এ৭৭এস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের স্লট রয়েছে এই ফোন। এখানে থাকছে ন্যানো সিম। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ColorOS 12.1- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে।
- ওপ্পো এ৭৭এস ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের মোনোক্রোম ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, টাইপ-সি ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।
- ওপ্পো এ৭৭এস ফোনে বায়োমেট্রিক অথেনটিফিকেশন জন্য রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের SuperVooc চার্জিং ফিচার, স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৮ জিবি র্যাম।
ভারতে সদ্যই লঞ্চ হয়েছে ওপ্পো এ১৭ ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ১২,৪৯৯ টাকা। একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ওপ্পো এ১৭ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোন একটি IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই ফোনের কোনও ক্ষতি হবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)