Oppo Phones: ওপ্পো এফ২৯ ৫জি সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, কোন কোন ফোন রয়েছে? দাম কত?
Oppo F29 5G Series: এই স্মার্টফোন সিরিজে রয়েছে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি - এই দুই ফোন।

Oppo Phones: ওপ্পো এফ২৯ ৫জি সিরিজ লঞ্চ হল ভারতে। এই স্মার্টফোন সিরিজে রয়েছে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি - এই দুই ফোন। বেস মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। আর প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর। ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের এই দুই ফোনের সাহায্যে জলের তলায় ফটোগ্রাফি করা যাবে। এই দুই ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ওপ্পো এফ২৫ ৫জি কিংবা ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন।
ভারতে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের এই দুই ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে এবং কোথা থেকে কেনা যাবে ও কী কী অফার রয়েছে
ওপ্পো এফ২৯ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৫ হাজার টাকা। আপাতত ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর থেকে প্রি-বুকিং সম্ভব। ২৭ মার্চ থেকে শুরু হবে বিক্রি। গ্লেসিয়ার ব্লু এবং সলিড পার্পল - এই দুই রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৯ ৫জি ফোন।
ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট যার দাম ৩১,৯৯৯ টাকা। গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন।
যেসব ক্রেতাদের এসবিআই অথবা এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ড রয়েছে, তাঁরা এইসব কার্ড ব্যবহার করে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের ফোন কিনতে গেলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়াও পাবেন ১০ শতাংশ এক্সচেঞ্জ বোনাস। এর পাশাপাশি ক্রেতারা জিরো ডাউন পেমেন্ট স্কিমে ফোন কেনার সুযোগও পাবেন। সেক্ষেত্রে ৮ মাস পর্যন্ত ইএমআই অপশন থাকবে। এছাড়াও নো-কস্ট ইএমআই অপশন থাকছে ৬ মাস পর্যন্ত।
ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি - এই দুই ফোন অনলাইনে কেনা যাবে অ্যামাজন এবং ফ্লিপকার্ট, দুটো ই-কমার্স সংস্থা থেকেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
