Oppo Find N3 Flip Launch: আজই ভারতে লঞ্চ হবে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ, কীভাবে দেখবেন লাইভ ইভেন্ট, রইল সম্ভাব্য স্পেসিফিকেশন
Oppo Smartphone: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ফোন লঞ্চ হওয়ার কথা সন্ধে ৭টায়। এর ৩০ মিনিট পর থেকে ফ্লিপকার্টে প্রি-অর্ডার শুরু হওয়ার কথা রয়েছে।
Oppo Find N3 Flip Launch: আজ ১২ অক্টোবর ভারতে লঞ্চ হবে ওপ্পো (Oppo) সংস্থা নতুন ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphone)। ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ (Oppo Find N3 Flip) লঞ্চ হবে ভারতীয় সময় সন্ধে ৭টায়। এটি ওপ্পো সংস্থার দ্বিতীয় clamshell smartphone যা ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের সাকসেসর মডেল হিসেবে। চলতি বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন। এদিকে জানা গিয়েছে, ওপ্পো ফাইড এন৩ ফ্লিপ ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে ওপ্পো ইন্ডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। সন্ধে ৭টা থেকে এই লাইভ স্ট্রিম চালু হবে।
ভারতে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের দাম কত হতে পারে এবং কোথা থেকে কেনা যাবে
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। লঞ্চের পর ৭টা ৩০মিনিট থেকেই ফ্লিপকার্টে এই ফোনের জন্য প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা। ওপ্পো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে এই ফোল্ডেবল ফোনের দাম ঘোষণা করেনি। তবে এক টিপস্টার অভিষেক যাদব এই ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। এক্স মাধ্যমে তিনি জানিয়েছেন এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৯৪,৯৯৯ টাকা। ছাড় দিয়ে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের দাম হতে পারে ৮৯,৬২২ টাকা। অন্যদিকে শোনা গিয়েছে, ওপ্পো ফাইন্ড এন৩ ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে আগামী ১৯ অক্টোবর। ওয়ানপ্লাস ওপেন ফোনের মতোই হতে চলেছে এই মডেল, একথা জানা গিয়েছে।
ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনইটি ৯২০০ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
- ৬.৮০ ইঞ্চির AMOLED ফ্লেক্সিবল ইনার স্ক্রিন থাকতে পারে এই ফোনে। এছাড়াও একটি ৩.২৬ ইঞ্চির AMOLED ফ্লেক্সিবল আউটার স্ক্রিন থাকারও কথা রয়েছে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত) এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। ২এক্স পর্যন্ত অপটিকাল জুম ফিচার থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে একটি ৪৩০০ এমএএইচ বায়টারি এবং ৪৪ ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.৩, টাইপ-সি ইউএসবি, ফেসিয়াল রেকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট রেকগনিশন ফিচার (সাইড) থাকতে পারে এই ফোনে।
আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু গুগল পিক্সেল ৮ সিরিজের, কোথা থেকে কিনতে পারবেন?