Oppo K10 5G: দুর্দান্ত ফিনিস-দারুণ প্রসেসর, ভারতে বিক্রি শুরু এই ফোনের
Oppo K10 5G First Sale: গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। Oppo K10 5G প্রকাশ্যে আসার পর থেকেই কৌতূহল বেড়েছে ক্রেতাদের মনে।
Oppo K10 5G First Sale: গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। Oppo K10 5G প্রকাশ্যে আসার পর থেকেই কৌতূহল বেড়েছে ক্রেতাদের মনে। আজ থেকে বিক্রি শুরু হয়ে গেল ফোনের। ফ্লিপকার্ট ও ওপ্পোর অনলাইন স্টোরে কিনতে পারবেন এই ফোন। Oppo K10 5G-এর ফিচারের কথা বললে ফোনে 8GB RAM ও 128GB স্টোরেজ আছে। MediaTek Dimensity 810 5G প্রসেসর সহ এতে পাবেন 5G সংযোগ।
Oppo K10 5G-এর বৈশিষ্ট্য
Oppo K10 5G-এ 6.5-ইঞ্চি IPS LCD HD Plus ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট 90Hz।
Oppo K10 5G তে 8GB RAM ও 128GB স্টোরেজ পাবেন MediaTek Dimensity 810 5G প্রসেসর সহ।
অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে কালার ওএস 12.1 পাবেন ফোনে।
এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সাইড মাউন্ট করা রয়েছে।
Oppo এর Oppo K10 5G-এর দুটি রেয়ার ক্যামেরা আছে। যার প্রাথমিক লেন্স 48 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটিতে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে।
ফ্রন্ট ক্যামেরার কথা বললে সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি ব্যাকআপের জন্য Oppo K10 5G-তে 5000mAh ব্যাটারি আছে। 33W SUPERVOOC ফাস্ট চার্জিং সহ এতে পাবেন ডুয়াল স্টেরিও স্পিকারও।
এই ফোনটি মিডনাইট ব্ল্যাক ও ওশেন ব্লু দুটি রঙে পাওয়া যাচ্ছে।
Oppo K10 5G দাম
Oppo K10 5G এর দাম 17,499 টাকা রাখা হয়েছে। Oppo K10 5G ফ্লিপকার্ট ও খুচরো দোকান থেকে 15 জুন অর্থাৎ আজ দুপুর 12 টা থেকে বিক্রি শুরু হয়েছে ফোনের। স্টেট ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের সাথে 1,500 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। চলতি সপ্তাহে ফোনে পেতে পারেন আরও অফার।
আরও পড়ুন : WhatsApp Payment: হোয়াটসঅ্যাপে পেমেন্ট করলেই ১০৫ টাকা ! কীভাবে পাবেন জানেন ?