Earbuds: ভারতে ওপ্পো এনকো বাডস ২ লঞ্চ হয়েছে ১৭৯৯ টাকায়, কী কী ফিচার রয়েছে?
Oppo Enco Buds 2: এই ইয়ারবাডসে পুরো চার্জ দিতে সময় লাগবে ৭ ঘণ্টা। মাত্র ১০ মিনিটের চার্জে এক ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে।
Earbuds: ভারতে নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে ওপ্পো (Oppo Earbuds) সংস্থা। সদ্যই লঞ্চ হয়েছে ওপ্পো এনকো বাডস ২ (Oppo Enco Buds 2)। নতুন এই ইয়ারবাডস ওপ্পো এনকো বাডস- এর সাকসেসর মডেল। এই ইয়ারবাডস কেনা যাবে ওপ্পো স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে। আগামী ৩১ অগস্ট থেকে শুরু হয়েছে ওপ্পো এনকো বাডস ২ – এর বিক্রি। দাম ১৭৯৯ টাকা, একটিই রঙে (কালো রঙে) লঞ্চ হয়েছে ওপ্পো এনকো বাডস ২। ২৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ ফিচার রয়েছে এই ইয়ারবাডসে।
এবার দেখে নেওয়া যাক ওপ্পো এনকো বাডস ২ – এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ১। ওপ্পো এনকো বাডস ২- এর ড্রাইভার্সের ক্ষেত্রে রয়েছে titanium diaphragm কোটিং। এর ফলে ইউজারের কানে শব্দের সামঞ্জস্য বজায় থাকবে।
- ২। ওপ্পো সংস্থার দাবি তাদের এই নতুন ইয়ারফোনে Enco Live Stereo Sound Effects রয়েছে। এর সঙ্গে রয়েছে Dolby Atmos সাপোর্ট।
- ৩। তিন ধরনের শব্দ শোনা সম্ভব এই ইয়ারবাডসের মাধ্যমে। Original Sound, Bass Boost এবং Clear Vocals- এই তিন ধরনের শব্দ শোনা যাবে ওপ্পো এনকো বাডস ২- এর ইয়ারবাডসে।
- ৪। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস একটি IPX4 রেটেড ডিভাইস যা সোয়েট প্রফ। অর্থাৎ ওয়ার্ক আউট করার সময় ঘাম হলেও এই ইয়ারবাডস নষ্ট হবে না। জলের ছিঁটেতেও নষ্ট হবে না এই ইয়ারবাডস।
- ৫। এই ইয়ারবাডসে পুরো চার্জ দিতে সময় লাগবে ৭ ঘণ্টা। মাত্র ১০ মিনিটের চার্জে এক ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে।
- ৬। AI ফিচার সম্পন্ন নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট রয়েছে ওপ্পোর নতুন ইয়ারবাডসে। ব্লুটুথ ৫.২ ফিচারের সাপোর্ট রয়েছে ওপ্পো এনকো বাডস ২ ডিভাইসে।
ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইয়ারবাডস। বিভিন্ন সংস্থা ভারতের বাজারে ইয়ারবাডস লঞ্চ করেছে। সেই তালিকায় নাম জুড়েছে ওপ্পো- ও।
সম্প্রতি ভারতে রিয়েলমি সংস্থাও একটি ইয়ারবাডস লঞ্চ করেছে। লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস Realme TechLife Buds T100। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে রয়েছে ডুয়াল টোন (Dual Tone)। তার সঙ্গে রয়েছে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন বা ENC ফিচার রয়েছে Realme TechLife Buds T100 ইয়ারবাডসে। এটি একটি IPX5 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ইয়ারবাডস। অর্থাৎ ঘাম এবং জলে এই ইয়ারবাডস নষ্ট হবে না। ওয়ার্ক আউট করার সময়েও আপনি ব্যবহার করতে পারবেন Realme TechLife Buds T100। রিয়েলমি সংস্থা দাবি করেছে তাদের নতুন ইয়ারবাডসে চার্জিং কেস সমেত ২৮ ঘণ্টা প্লেব্যাক টাইম দিতে পারে।
আরও পড়ুন- ভারতে মোটো জি৭২ ফোন কবে লঞ্চ হতে পারে? দেখুন সম্ভাব্য স্পেসিফিকেশন