Oppo Reno 11 Series: ওপ্পো রেনো ১১ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে? রইল সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
Oppo Smartphones: অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে চলতে পারে ওপ্পো রেনো ১১ সিরিজের ফোন। উজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনে।
![Oppo Reno 11 Series: ওপ্পো রেনো ১১ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে? রইল সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন Oppo Reno 11 Pro and Oppo Reno 11 India Launch Date Revealed Know the Expected Price And Specifications Oppo Reno 11 Series: ওপ্পো রেনো ১১ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে? রইল সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/06/9f4a14a9a46795155c56161b8a8214881704533808566485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Oppo Reno 11 Series: ভারতে ওপ্পো রেনো ১১ সিরিজ (Oppo Reno 11 Series) লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছিল। এবার ঘোষণা হল দিনক্ষণ। ওপ্পো রেনো ১১ (Oppo Reno 11) এবং ওপ্পো রেনো ১১ প্রো (Oppo Reno 11 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো রেনো ১১ সিরিজের যে ফোন ভারতে লঞ্চ হতে চলেছে সেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট থাকতে পারে। অন্যদিকে ওপ্পো রেনো ১১ প্রো মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। এই দুই ফোনই চিনে লঞ্চ হয়ে গিয়েছে আগেই। ওপ্পো রেনো ১১ সিরিজের দুটো ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে কার্ভড AMOLED ডিসপ্লে। আগামী ১২ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১১ সিরিজের এই দুই ফোন। টিপস্টার অভিষেক যাদব আবার ফোনের সম্ভাব্য দাম প্রকাশ করেছে। তাঁর দাবি অনুসারে ওপ্পো রেনো ১১ প্রো ফোনের দাম হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে। অন্যদিকে ওপ্পো রেনো ১১ ফোনের দাম হতে পারে ২৮ হাজার টাকার আশপাশে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে লঞ্চের পর ওপ্পো রেনো ১১ প্রো ফোনের প্রতিযোগিতা শুরু হবে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ এবং ভিভো ভি২৯ স্পোর্টেসের- এই দুই ফোনের সঙ্গে। অন্যদিকে ওপ্পো রেনো ১১ ফোন জোরদার পাল্লা দেবে ভিভো ভি২৯এ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ - এই দুই ফোনের সঙ্গে।
ব্যাটারি স্পেসিফিকেশন
ওপ্পো রেনো ১১ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে ওপ্পো রেনো ১১ প্রো ফোনে একটি ৪৬০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। চিনে ওপ্পো রেনো ১১ ফোনে ছিল ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্প রেনো ১১ প্রো ফোনে ছিল ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট।
ওপ্পো রেনো ১১ সিরিজের অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন
অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে চলতে পারে ওপ্পো রেনো ১১ সিরিজের ফোন। এখানে রয়েছে ৬.৭০ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED কার্ভড ডিসপ্লে যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওপ্পো রেনো ১১ এবং ওপ্পো রেনো ১১ প্রো- দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ওপ্পো রেনো ১১ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX890 সেনসর থাকতে পারে এবং সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এর সঙ্গে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে ওপ্পো রেনো ১১ ফোনে ৫০ মেগাপিক্সেলের ৫০ মেগাপিক্সেলের Sony LYT600 প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত), ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেকেন্ডারি ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকতে পারে। দুটো ফোনেই ডিসপ্লের উপরে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনে।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে আইকিউওও নিও ৯ প্রো, দাম কত হতে পারে, কোথা থেকে কেনা যাবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)