(Source: ECI/ABP News/ABP Majha)
WhatsApp Account Banned: ইউজারদের সুরক্ষায় ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অগস্টে বাতিল ৭৪ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট
WhatsApp: মূলত যেসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে সংস্থার নিয়ম-কানুন ভেঙে আপত্তিকর কোনও কাজকর্ম করা হয়, সেইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
WhatsApp Account Banned: ইউজারদের সুরক্ষার প্রসঙ্গে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা। অগস্ট মাসেও বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বাতিল করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp Account Banned) কর্তৃপক্ষ। ১ থেকে ৩১ অগস্টের মধ্যে ৭৪ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট বাতিল করেছে হোয়াটসঅ্যাপ। আইটি রুল ২০২১ অনুসারে প্রতি মাসেই হোয়াটসঅ্যাপ সংস্থা কিছু সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। গত অগস্ট মাসে ৭৪,২০,৭৪৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ। কোনও অভিযোগ জমা পড়ার আগেই বাতিল করা হয়েছে ৩৫,০৬,৯০৫টি অ্যাকাউন্ট। মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপে অগস্ট মাসে ১৪,৭৬৭টি অভিযোগ জমা পড়েছিল এবং তার ভিত্তিতে ৭১টি অভিযোগের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে মেসেজিং অ্যাপ। ইউজারদের অভিযোগ প্রথমে খতিয়ে দেখা হয়। তারপরেই নেওয়া হয় পদক্ষেপ। মূলত যেসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে সংস্থার নিয়ম-কানুন ভেঙে আপত্তিকর কোনও কাজকর্ম করা হয়, সেইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার, কী কী সুবিধা আগামী দিনে পাবেন ইউজাররা, একনজরে দেখে নেওয়া যাক
শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে নতুন একটি সার্চ ফিচার (Search Feature)। আপডেট ট্যাবের (Update Tab) জন্য এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই সার্চ ফিচার লঞ্চ হয়ে গেলে ইউজাররা বিভিন্ন আপডেট ট্যাব যেমন- স্টেটাস আপডেট, ফলোড অর্থাৎ ফলো করা হোয়াটসঅ্যাপ চ্যানেল, অন্যান্য ভেরিফায়েড চ্যানেল দেখা যাবে, অথচ সেগুলো চ্যানেল ডিরেক্টরিতে ওপেন করার বা খোলার দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২০.১৬ আপডেট যা গুগল প্লে স্টোরে রয়েছে, সেখানে দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ আপডেট ট্যাবের জন্য সার্চ ফিচার নিয়ে কাজ করছে।
অন্যদিকে, মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ Meta Connect 2023- এ ঘোষণা করেছেন হোয়াটসঅ্যাপে খুব দ্রুত চালু হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত স্টিকার। শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও চালু হবে এই এআই স্টিকার। বিভিন্ন মেসেজিং অ্যাপে বিগত কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয় হয়েছে স্টিকারের ফিচার। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে তাই নতুন ধরনের স্টিকার লঞ্চ করতে চলেছে মেটা কর্তৃপক্ষ।
আরও পড়ুন- চুলের বৃদ্ধির পাশাপাশি আর কী কী কাজের লাগে ভিটামিন ই সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন