Poco X5 Pro 5G: প্রথমবার ভারতে বিক্রি শুরু হচ্ছে পোকো এক্স৫ প্রো ৫জি ফোনের, দাম কত?
Smartphone: পোকো এক্স৫ প্রো ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা।
Poco X5 Pro 5G: ভারতে প্রথমবারের জন্য পোকো এক্স৫ প্রো ৫জি (Poco X5 Pro 5G) ফোনের বিক্রি শুরু হতে চলেছে আজ ১৩ ফেব্রুয়ারি। এই স্মার্টফোনে (Poco Smartphone) রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে পোকো এক্স৫ প্রো ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তিনটি রঙে ভারতে কেনা যাবে পোকো সংস্থার এই ফোন।
ভারতে পোকো এক্স৫ প্রো ফোনের দাম
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে Astral Black, Horizon Blue, Yellow- এই তিনটি রঙে কেনা যাবে পোকো এক্স৫ প্রো ফোন। আইসিআইসআই ব্যাঙ্কের ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে ২০০০ টাকা ছাড় পাবেন।
পোকো এক৫ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ক্যামেরা ফিচার- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলত্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
ব্যাটারি এবং চার্জিং- পোকো এক্স৫ প্রো ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচার রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি রয়েছে এই ফোনে।
Infinix Smartphone: ইনফিনিক্সের নতুন ফোন (Infinix New Smartphone) লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স স্মার্ট ৭ (Infinix Smart 7) ফোন। এই ফোনে থাকতে চলেছে একটি ওয়েভ প্যাটার্ন ডিজাইন। তার উপর থাকবে সিলভার-আয়ন স্প্রে। এই সিলভার-আয়ন স্প্রে'র ক্ষেত্রে রয়েছে ৯৯ শতাংশ অ্যান্টিব্যাকটেরিয়াল রেটিং। ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে থাকবে যথেষ্ট বড় আকার আয়তনের ক্যামেরা মডিউল। এছাড়াও ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনে। এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, ভারতে এই ফোনের দাম হবে ৭৫০০ টাকারও কম। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই দামে।
আরও পড়ুন- শেয়ার করলেও খারাপ হবে না ছবির কোয়ালিটি, হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার