Poco Smartphones: ভারতে আসছে পোকো সংস্থার 'নিও' ব্র্যান্ডের প্রথম ফোন, কোন মডেল কবে লঞ্চ হতে পারে?
Poco X6 Neo: যদি পোকো এক্স৬ নিও ফোন রেডমি নোট ১৩আর ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন মিল থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি নোট ১৩আর প্রো ফোন চিনে লঞ্চ হয়ে গিয়েছে।
Poco Smartphones: ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। এবার লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ নিও (Poco X6 Neo)। এই প্রথম ভারতে 'নিও' ব্র্যান্ডের (Poco neo Smartphones) ফোন লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। কবে এই ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে খুব বেশি দেরি নেই। সূত্রের খবর, আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে পোকো এক্স৬ নিও ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে সুনিশ্চিত ভাবে কিছু জানা যায়নি পোকো সংস্থার তরফে। পোকো এক্স৬ নিও ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
এক টিপস্টার (সঞ্জু চৌধুরী) এক্স মাধ্যমে নিজের হ্যান্ডেলে দাবি করেছেন পোকো এক্স৬নিও ফোন ভারতে লঞ্চ হবে মার্চ মাসে এবং দাম হবে ১৫ হাজার টাকার কম বা এর আশপাশে। তিনি আরও জানিয়েছেন, পোকো এক্স৬ নিও ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোন IP54 রেটিং যুক্ত একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পোকো এক্স৬ নিও ফোনে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকতে পারে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে, পোকো এক্স৬ নিও ফোন ভারতে লঞ্চ হতে পারে রেডমি নোট ১৩আর প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।
যদি পোকো এক্স৬ নিও ফোন রেডমি নোট ১৩আর ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন মিল থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি নোট ১৩আর প্রো ফোন চিনে লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক।
- ৬.৬৭ ইঞ্চির একটি OLED ডিসপ্লে রয়েছে রেডমি নোট ১৩আর প্রো ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের আর একটি শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- শাওমির এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ৭০০০ টাকারও কমে ভারতে হাজির লাভা সংস্থার নতুন ফোন, কী কী ফিচার রয়েছে ইউজারদের সুবিধায়?