OTT: প্রসার ভারতী আনছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম, দেখা যাবে দুষ্প্রাপ্য সব কনটেন্ট; আরও কী সুবিধে ?
Prasar Bharati OTT: হায়দরাবাদে ১৬তম ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্সে সংবাদমাধ্যমের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে এই ঘোষণা করেন সঞ্জয় জাজু। প্রসার ভারতীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এদিন আলোচনা করা হয়।
Prasar Bharti: দেশের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতীও এবার প্রবেশ করতে চলেছে ওটিটির দুনিয়ায়। ওভার দ্য টপ স্ট্রিমিং মার্কেটে পা রাখতে চলেছে প্রসার ভারতী। প্রাথমিকভাবে বিনামূল্যেই (OTT Platform) দেখা যাবে কনটেন্ট, তবে কিছু কিছু কনটেন্ট দেখার জন্য থাকবে কম খরচের সাবস্ক্রিপশন মডেল। গোয়াতে আগামী ২০ নভেম্বর যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রয়েছে, সেই অনুষ্ঠানে এই ওটিটি প্ল্যাটফর্ম (Prasar Bharati) উদ্বোধন হবে। বুধবার এমনটাই জানিয়েছেন দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু।
হায়দরাবাদে ১৬তম ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্সে সংবাদমাধ্যমের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে এই ঘোষণা করেন সঞ্জয় জাজু। প্রসার ভারতীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এদিন আলোচনা করা হয়। ভারতের গেম ডেভেলপার অ্যাসোসিয়েশন এই বৈঠকের আয়োজন করেছিল, প্রতি বছর ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের গেমিং পরিকাঠামো নিয়ে আলোচনার জন্য এই বৈঠক আয়োজিত হয়।
প্রসার ভারতীর এই ওটিটি প্ল্যাটফর্মে অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মের থেকে একেবারে পৃথক স্বতন্ত্র কনটেন্ট দেখা যাবে। স্ট্যান্ডার্ড স্ট্রিমিং কনটেন্টের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক তথ্যচিত্রের আর্কাইভও রাখা থাকবে এই প্ল্যাটফর্মে। থাকবে দুষ্প্রাপ্য পুরনো ছবি, প্রকাশনা, ভারতের ফটো ডিভিশন থেকে সমস্ত আর্কাইভাল উপাদান। ফলে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত দুষ্প্রাপ্য কনটেন্ট পাওয়াই যাবে না, সেই কনটেন্টও দর্শক এখানে পাবেন। ফলে ভারতের ডিজিটাল এন্টারটেনমেন্ট ইকোসিস্টেমে একটি 'গেম চেঞ্জার' হতে চলেছে এই প্রসার ভারতীর ওটিটি। এমনকী এই ওটিটিতে লাইভ চ্যানেলও থাকবে যা রিয়েল টাইম কনটেন্ট দেখতেও সাহায্য করবে দর্শককে।
প্রসার ভারতীর ডিডি ফ্রেশ ডিশের মাধ্যমে প্রচুর বিনোদন চ্যানেল দেখা যায় বিনামূল্যেই। এটি প্রসার ভারতীর বিনামূল্যের স্যাটেলাইট পরিষেবা। এবারে ওটিটির সঙ্গে জুড়ে যাবে এই চ্যানেলগুলিও। ৬০টিরও বেশি বিনোদনমূলক চ্যানেল দেখা যাবে এর মাধ্যমে।
এর আগে ১৫ সেপ্টেম্বর এই ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে যায়। পরে আবার দিন ঠিক হয় ৩ অক্টোবর, কিন্তু তাতেও ওটিটি উদ্বোধন সম্ভব হয় না, এবারে সঞ্জয় জাজু জানিয়েছেন যে আগামী ২০ নভেম্বর লঞ্চ হতে চলেছে এই ওটিটি প্ল্যাটফর্ম।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন; Vivo Phones: ভিভোর নতুন ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, তবে নজর কাড়বে ফিচার