Vivo Phones: ভিভোর নতুন ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, তবে নজর কাড়বে ফিচার
Vivo Y18t: ভিভো ওয়াই১৮টি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এই একটিই র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ভিভো 'ওয়াই' সিরিজের নতুন ফোন।
Vivo Phone: ভিভো সংস্থার নতুন ফোন (Vivo Smartphones) লঞ্চ হয়েছে ভারতে। দাম ১০ হাজার টাকার কম। ভিভো ওয়াই১৮টি ফোন (Vivo Y18t) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোন দু'টি রঙে লঞ্চ হয়েছে দেশে। এখানে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ভিভো ওয়াই১৮টি ফোনে রয়েছে একটি Unisoc T612 চিপসেট। এই ফোন ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে ভারতে। ভিভো- র এই ফোন আসলে একটি বাজেট স্মার্টফোন। ভিভো 'ওয়াই' সিরিজের এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভিভো ওয়াই১৮টি ফোনের দাম ভারতে কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে এই ফোন
ভিভো ওয়াই১৮টি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এই একটিই র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ভিভো 'ওয়াই' সিরিজের নতুন ফোন। জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১৮টি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
ভিভো ওয়াই১৮টি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ভিভো ওয়াই১৮টি ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14 - এর সাপোর্টে পরিচালিত হবে ফোন।
- ভিভো- র এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনের পিছনে রয়েছে প্লাস্টিকের আবরণ।
- ভিভো- র এই ফোনে একটি Unisoc T612 চিপসেট রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব এই ফোনের। ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে র্যামের পরিমাণ। অন্যদিকে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ভিভো ওয়াই১৮টি ফোনের স্টোরেজের পরিমাণও বাড়ানো সম্ভব।
- ভিভো ওয়াই১৮টি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি শুটার। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ভিভো- র ওয়াই সিরিজের এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভো এক্স২০০ সিরিজ, কোন কোন ফোন লঞ্চের সম্ভাবনা?