(Source: ECI/ABP News/ABP Majha)
Neckband Earphone: মাত্র ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Ptron Tangent Duo নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন, দেখুন ফিচার
Bluetooth Earphone: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Ptron Tangent Duo নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন। কেনা যাবে অ্যামাজন থেকে।
Earphone: ভারতে সম্প্রতি নতুন নেকব্যান্ড (Neckband) স্টাইলের ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন (Wireless Blutooth Earphone) লঞ্চ করেছে Ptron সংস্থা। এবার লঞ্চ হয়েছে Ptron Tangent Duo। এই ইয়ারফোনের ম্যাগনেটিক ইয়ারবাডস (Magnetic Earbuds) এবং tangle-resistant cable আপনাকে খুব সহজেই ডিভাইস ব্যবহার করতে দেবে। শুধু ব্যবহার নয়, সংগ্রহে রাখাও বেশ সহজ। একবার চার্জ দিলে Ptron Tangent Duo ইয়ারফোনে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে জানিয়েছে সংস্থা। নেকব্যান্ড স্টাইলের এই ব্লুটুথ ইয়ারফোন একটি IPX4 রেটিং প্রাপ্ত Wather Resistant ডিভাইস। অর্থাৎ জল বা ঘামে নষ্ট হবে না এই ইয়ারফোন। Ptron Tangent Duo নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোনে রয়েছে একটি ২০০ এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ইয়ারফোন।
ভারতে Ptron Tangent Duo ইয়ারফোনের দাম ও উপলব্ধতা
নেকব্যান্ড স্টাইলের এই ব্লুটুথ ইয়ারফোন ভারতে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। লঞ্চ প্রাইস ধার্য হয়েছে মাত্র ৪৯৯ টাকা। অর্থাৎ বর্তমানে ৫০০ টাকারও কমে পাওয়া যাবে এই ইয়ারফোন। শুক্রবার ২৯ জুলাই এই ইয়ারফোন ভারতে লঞ্চ হয়েছে Fav Black, Grey, Magic Blue, Ocean Green- এই চারটি রঙে। কতদিন লঞ্চ প্রাইস বজায় থাকবে তা এখনও জানা যায়নি। এই ইয়ারফোনের আসল দামই বা কত সেটাও জানা যায়নি এখনও।
Ptron Tangent Duo ইয়ারফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ইয়ারফোনে ব্লুটুথ ভি৫.২ ওয়্যারলেস কানেক্টিভিটি রয়েছে। এই সাপোর্টের সাহায্যে সহজেই ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে ইয়ারফোন কানেক্ট করা সম্ভব।
- Ptron Tangent Duo নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোনে ডুয়াল ডিভাইস পেয়ারিং ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ইয়ারফোন আইওএস এবং অ্যান্ড্রয়েড দু’ধরনের ডিভাইসের সঙ্গেই সাবলীল ভাবে যুক্ত করা সম্ভব।
- ১৩ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে AAC Codec Audio সাপোর্ট। এর সাহায্যে ইউজাররা Extra Bass পাবেন।
- নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোনে ১০ মিটার পর্যন্ত ওয়্যারলেস রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি করেছে Ptron সংস্থা।
- এই ইয়ারফোনে ১০ মিনিট চার্জ দিলে প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। পুরো চার্জ হতে ৮০ মিনিট মতো সময় লাগবে বলে জানা গিয়েছে।
- এই নেকব্যাড ইয়ারফোনে ইন-লাইন এইচডি মাইক্রোফোন রয়েছে যা গান শুনতে এবং ফোনকলের ক্ষেত্রে সাহায্য করে।
- বিভিন্ন ভয়েস অ্যাসিসট্যান্ট যেমন সিরি, অ্যামাজন, অ্যালেক্সা, গুগল অ্যাসিসট্যান্ট- এইসবের সঙ্গেও মানানসই হতে পারে এই ইয়ারফোন।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর দাম কত হতে পারে? দেখে নিন লঞ্চের আগে