Realme 11 Pro Series: ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১১ প্রো সিরিজ? রইল সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন
Realme Smartphone: রিয়েলমি ১১ প্রো সিরিজ আগামী ৮ জুন দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্টে এই স্মার্টফোন সিরিজের জন্য আলাদা পেজ চালু হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
Realme 11 Pro Series: রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস (Realme 11 Pro Plus) - এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ জুন। চিনে এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এর সঙ্গে চিনে লঞ্চ হয়েছিল রিয়েলমি ১১ ভ্যানিলা মডেল। এই সমস্ত ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির কার্ভড ডিসপ্লে, ১টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ এবগ ৫০০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। এছাড়াও এই দুই ফোনে যথাক্রমে রয়েছে ১০০ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। রিয়েলমি ১১ প্রো সিরিজ আগামী ৮ জুন দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্টে এই স্মার্টফোন সিরিজের জন্য আলাদা পেজ চালু হয়েছে। অর্থাৎ লঞ্চের পর এই ই-কমার্স সংস্থা থেকে রিয়েলমি ১১ প্রো সিরিজের ফোন কেনা যাবে।
রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই দুই ফোনে ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১১ প্রো সিরিজের এই দুই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
- রিয়েলমি ১১ প্রো ফোনে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে একটি ২০০ মেগাপিক্সেলের Samsung HP3 প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস- এই দুই ফোনে যথাক্রমে ১৬ এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- এই দুই ফোনেই থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রিয়েলমি ১১ প্রো সিরিজের এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ও ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে।
Oppo Reno 10 Series: ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series) লঞ্চের সম্ভাব্য সময় ফাঁস হয়েছে অনলাইনে। এর আগে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১০ সিরিজ। জানা গিয়েছে, ওপ্পো রেনো ১০ সিরিজে রয়েছে রেনো ১০ (Oppo Reno 10), রেনো ১০ প্রো (Oppo Reno 10 Pro) এবং রেনো ১০ প্রো প্লাস ৫জি (Oppo Reno 10 Pro Plus 5G) ফোন। ওপ্পো সংস্থা তাদের রেনো ১০ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে এক টিপস্টার এই স্মার্টফোন সিরিজের লঞ্চের পাশাপাশি র্যাম, স্টোরেজ, রঙ সম্পর্কেও আভাস দিয়েছেন। টিপস্টার পারস গগলানির কথায়, ওপ্পো রেনো ১০ সিরিজ জুনের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। Silver Grey, Confidential Black, Dream Gold- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজের তিনটি ফোন।
আরও পড়ুন- মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি