Realme Phones: রিয়েলমির এই ৫জি ফোন এখনও পাওয়া যাবে আরও বেশি স্টোরেজ সমেত, দাম কত?
Realme 5G Smartphones: রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই মডেলে রয়েছে ১২ জিবি র্যামও। জানা গিয়েছে, এই মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা।

Realme Phones: ভারতে রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন (Realme 14 Pro Plus 5G) লঞ্চ হয়েছিল এবছর জানুয়ারি মাসে। নতুন বছরের প্রথম মাসে লঞ্চ হওয়া এই ফোন এখন পাওয়া যাচ্ছে আরও বেশি স্টোরেজ সমেত। প্রথমে রিয়েলমির এই ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি কনফিগারেশনে। সম্প্রতি রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে।
জানা গিয়েছে, এই মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। ৬ মার্চ থেকে বিক্রি শুরু হয়েছে এই ফোনের। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে। এছাড়াও অফলাইনেও কিনতে পারবেন বিভিন্ন রিটেল স্টোর থেকে। রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট কেনা যাবে Pearl White এবং Suede Grey- এই দুই রঙে। এই ফোনে ক্রেতারা পাবেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসরের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। রিয়েলমির এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি পেরিস্কোপ শুটার।
এর আগে রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন যে যে ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে সেগুলির দাম জেনে নিন। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ৩১,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। Pearl White এবং Suede Grey- এই দুই রঙ ছাড়াও রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনের আগের তিন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল Bikaner Purple রঙেও।
রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে একটি ৪ এনএম অক্টা-কোর প্রসেসর রয়েছে। আর রয়েছে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। রিয়েলমির এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫০ মগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। ৮০ ওয়াটের চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা।


















