Realme Note 50: রিয়েলমি নোট সিরিজের প্রথম ফোন কবে, কোথায় লঞ্চ হতে চলেছে? দাম কত হতে পারে?
Realme Note Series: রিয়েলমি নোট ৫০ ফোন ডাস্ট অ্যাড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে খুব সহজে এই ফোন নষ্ট হবে না।
Realme Note 50: রিয়েলমি নোট সিরিজের (Realme Note Series) ফোন রিয়েলমি নোট ৫০ (Realme Note 50) লঞ্চ হতে চলেছে আগামী ২৩ জানুয়ারি। তবে ভারতে নয়, ফিলিপন্সে। রিয়েলমি (Realme) সংস্থা এক্স মাধ্যমে এই নতুন স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফোনের একাধিক পোস্টার এক্স মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেখান থেকেই ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কেও আন্দাজ করা গিয়েছে এইসব পোস্টার থেকে। রিয়েলমির ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। রিয়েলমি নোট ৫০ ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ এবং এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এই স্ক্রিনে। রিয়েলমি নোট ৫০ ফোন সম্ভবত রিয়েলমি সি৫১ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করলে ফিলিপিন্সে রিয়েলমি নোট ৫০ ফোনের দাম হতে পারে আনুমানিক ৬০০০ টাকা। রিয়েলমি নোট সিরিজের প্রথম মডেল হিসেবে রিয়েলমি নোট ৫০ ফোন লঞ্চ হতে চলেছে ফিলিপিন্সে। শোনা গিয়েছে, এই ফোন IP54 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যাড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে খুব সহজে এই ফোন নষ্ট হবে না। ফোনের থিকনেস হতে পারে ৭.৯৯ মিলিমিটার, অর্থাৎ রিয়েলমি নোট ৫০ ফোনটি ৭.৯৯ মিলিমিটার পুরু হতে পারে। মিডনাইট ব্ল্যাক এবং স্কাই ব্লু- এই দুই রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি নোট ৫০ ফোন।
রিয়েলমি নোট সিরিজের প্রথম ফোন রিয়েলমি নোট ৫০ মডেলে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক
- এই ফোন পরিচালিত হবে Android 13-based Realme UI T Edition- এর সাহায্যে। রিয়েলমি নোট ৫০ ফোনে রয়েছে একটি Unisoc T612 প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রিয়েলমি নোট ৫০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। বলা হচ্ছে, রিয়েলমি সি৫১ ফোনের মডিফায়েড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নোট ৫০ ফোন।
আরও পড়ুন- ভিভো জি২- নতুন বাজেট স্মার্টফোনে কী কী ফিচার রয়েছে? দামই বা কত?