Realme 5G Phones: ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন, দাম কত হতে পারে এই ৫জি ডিভাইসের?
Realme P2 Pro 5G: ইগল গ্রে এবং প্যারট গ্রিন- এই দুই রঙে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে লঞ্চের পর, এমনটাই জানা গিয়েছে।
Realme 5G Phones: ভারতে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন (Realme P2 Pro 5G) লঞ্চ হতে চলেছে আগামীকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন (Realme Phone) কী কী রঙে দেশে লঞ্চ হবে এবং দাম কত হতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনের সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন। এবছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। অনুমান তারই সাকসেসর হিসী রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও রিয়েলমি পি২ ৫জি ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি এখনও।
ভারতে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে এবং এই ফোন কী কী রঙে ভারতে লঞ্চ হতে চলেছে, দেখে নিন
ইগল গ্রে এবং প্যারট গ্রিন- এই দুই রঙে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে লঞ্চের পর, এমনটাই জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার কম থেকেই শুরু হবে। অর্থাৎ এই ফোনের বেস মডেলের দাম ২৫ হাজার টাকার কম হবে।
রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে লঞ্চের আগে দেখে নিন
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত থাকবে।
- রিয়েলমি সংস্থার দাবি, তাদের নতুন ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম কেবলমাত্র ২৫ হাজার টাকার কম হবে ভারতের বাজারে।
- এই ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ১২ জিবি বাড়ানো সম্ভব হবে।
- এটি একটি গেমিং ফোন হতে চলেছে। ইউজাররা টানা গেম খেললে যাতে ফোন গরম না হয়ে যায় তার জন্য থাকতে চলেছে স্পেশ্যাল ভেপার চেম্বার কুলিং সিস্টেম যা আকার আয়তনে ৪৫০০ বর্গ মিলিমিটার হবে।
- এই ফোনের ডিসপ্লের উপর থাকবে Corning Gorilla Glass 7i প্রোটেকশন। এছাড়াও থাকবে Rainwater Smart Touch সাপোর্ট।
- ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনে। ব্যাটারিতে ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জিং ফিচার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এছাড়াও থাকতে চলেছে রিভার্স চার্জিং সাপোর্ট।