Realme Phones: রিয়েলমির 'পি সিরিজ কার্নিভাল', এই সেলে দাম কমল কোন কোন ফোনের?
Realme P Series Carnival Sale: রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩ ৫জি - দুই ফোনেরই দাম কমেছে এই সেলে। এর পাশাপাশি দাম কমেছে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনেরও।

Realme Phones: রিয়েলমি সংস্থা 'পি সিরিজ কার্নিভাল' ঘোষণা করেছে ভারতে। আর এই সেলে রিয়েলমি পি৩ সিরিজের ফোনের দাম কমেছে সংস্থার ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে। প্রায় ৪০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর মধ্যে থাকছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও। এছাড়া নো-কস্ট ইএমআই অপশনও থাকছে এর সঙ্গে। রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩ ৫জি - দুই ফোনেরই দাম কমেছে এই সেলে। এর পাশাপাশি দাম কমেছে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনেরও।
রিয়েলমি পি-সিরিজের কার্নিভাল অফারে কোন কোন ফোনের দাম কমছে, দেখে নেওয়া যাক সেই তালিকা
ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই লাইভ হয়ে গিয়েছে এই সেল। রিয়েলমি ৪০০০ টাকা ব্যাঙ্ক অফার অথবা ৩০০০ টাকা এক্সচেঞ্জ অফার দেবে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে এই অফার থাকছে। এই ফোনের বেস মডেল যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ২৩,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ১৯,৯৯৯ টাকা। এর পাশাপাশি এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪,৯৯৯ টাকা থেকে কমে হবে ২০,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা থেকে কবে হবে ২২,৯৯৯ টাকা। আজ অর্থাৎ ২১ এপ্রিল পর্যন্তই এই অফার চলবে। তিনমাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনের সুবিধাও পাবেন ক্রেতারা।
অন্যদিকে রিয়েলমি পি৩ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলে রয়েছে ১০০০ টাকা ব্যাঙ্ক অফার। তার ফলে এই ৫জি মডেলের দাম ১৬,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ১৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল। এর দাম ১৭,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ১৫,৯৯৯ টাকা। কারণ এখানে ২০০০ টাকা ছাড় রয়েছে। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৯,৯৯৯ টাকা থেকে কমে ১৭,৯৯৯ টাকা হয়েছে। এই অফার ২২ এবং ২৪ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য রয়েছে।
রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের দামে ৩০০০ টাকা ব্যাঙ্ক অফার রয়েছে। এর ফলে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা থেকে। অর্থাৎ এই মডেলের আসল দাম ছিল ২৯,৯৯৯ টাকা।






















