Realme watch 3 Pro: সেপ্টেম্বরেই ভারতে আসছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো, কবে লঞ্চ?
Realme Smartwatch: রিয়েলমি ওয়াচ ৩ ডিভাইসের আপগ্রেডেড ভার্সান হিসেবে রিয়েলমি ওয়াচ ৩ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে।
Realme Watch 3 Pro: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়ালমি ওয়াচ ৩ প্রো (Realme Watch 3 Pro)। আগামী ৬ সেপ্টেম্বর এই স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ হতে চলেছে দেশে। সম্প্রতি ট্যুইটারে একথা ঘোষণা করেছে চিনে ইলেকট্রনিক্স সংস্থা রিয়েলমি (Realme)। নতুন এই ওয়্যারেবল ডিভাইস রিয়েলমি ওয়াচ ৩ (Realme Watch 3)- এর আপগ্রেডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। রিয়েলমির নতুন স্মার্টওয়াচে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। শোনা যাচ্ছে, রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচে একটি ১.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আগামী ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে রিয়েলমির এই স্মার্টওয়াচ লঞ্চ হবে ভারতে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এই স্মার্টওয়াচের মাইক্রোসাইট দেখা গিয়েছে। অর্থাৎ লঞ্চের পর রিয়েলমির ওয়েবসাইট থেকে রিয়েলমি ওয়াচ ৩ প্রো কেনা যাবে। আর কোথা থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে তা এখনও স্পষ্ট নয়। এমনকি এই স্মার্টওয়াচের দাম সম্পর্কেও নিশ্চিতভাবে কোনও তথ্য জানা যায়নি।
রিয়েলমি- র টেকলাইফ ব্র্যান্ডের আওতায় রিয়েলমি ওয়াচ ৩ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। এই ডিভাইসে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ওয়াচ ৩ প্রো- তে একটি আয়তাকার কালো রঙের ডায়াল থাকতে পারে। তার সাইডে একটি বাটন থাকতে পারে যার সাহায্যে নেভিগেশন করা সম্ভব। ব্লুটুথ কলিং ফিচারও থাকার কথা রয়েছে এই স্মার্টওয়াচে। অর্থাৎ ফোনের মতোই এই স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবেন ইউজাররা। সিলিকন স্ট্র্যাপ থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমির এই স্মার্টওয়াচে। একাধিক রঙে এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে।
রিয়েলমি ওয়াচ ৩
জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। দাম ২৯৯৯ টাকা। অনুমান রিয়েলমি ওয়াচ ৩ প্রো মডেলের দাম এর থেকে বেশি হবে। রিয়েলমি ওয়াচ ৩ স্মার্টওয়াচেও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। নতুন ডিভাইসেও এই ফিচার থাকবে বলে শোনা গিয়েছে। রিয়েলমি ওয়াচ ৩ স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৮ ইঞ্চির TFT-LCD টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। একাধিক হেলথ ফিচার এবং ট্র্যাকারের পাশাপাশি এই স্মার্টওয়াচে রয়েছে ১১০-টির বেশি ফিটনেস মোড এবং ওয়ার্ক আউট ট্র্যাকিং ফিচার। একটি ৩৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে রিয়েলমি ওয়াচ ৩ স্মার্টওয়াচে। হার্ট রেট মনিটর, SpO2 মনিটর, স্টেপ এবং স্লিপ ট্র্যাকিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ফ্লিপ ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে