Redmi Smartphones: ভারতে আসছে রেডমির নতুন বাজেট স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে?
Budget Smartphone: রেডমি ১২ ফোনে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে।
Redmi Smartphones: রেডমি ১২ (Redmi 12) ভারতে লঞ্চ হতে চলেছে পয়লা অগস্ট। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমি সম্প্রতি তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই কথা ঘোষণা করেছে। রেডমি ১২ একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনে একটি মিডিয়াটেক জি৮৮ প্রসেসর, ট্রিপল রেয়ার ইয়কামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ডিসপ্লের উপর পাঞ্চ হোল কাট আউট থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। ইতিমধ্যেই এই ফোনের একটি টিজার ট্যুইটারে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে রেডমি ১২ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
রেডমি ১২ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
শোনা যাচ্ছে, ইউরোপে এই ফোনের যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে তার সঙ্গে ভারতীয় মডেলের মিল থাকবে। Android 13-based MIUI 14- র সাহায্যে পরিচালিত হতে পারে রেডমি ১২ ফোন। এছাড়াও এই ফোনে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও এই ফোনে এক্সটেনডেড র্যামের ফিচার থাকার কথা শোনা গিয়েছে। ফোনের না ব্যবহার হওয়া ইনবিল্ট স্টোরেজের সাহায্যে ১৬ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।
রেডমি ১২ ফোনে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এই ফোনে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১০ ৫জি সিরিজ
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১০ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রয়েছে ওপ্পো রেনো ১০ ৫জি, ওপ্পো রেনো ১০ প্রো ৫জি এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৫জি- এই তিনটি স্মার্টফোন। এই সিরিজের সব ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ওপ্পো রেনো ১০ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। ওপ্পো রেনো ১০ প্রো ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। আর ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর।
আরও পড়ুন- ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে ওয়েব হোয়াটসঅ্যাপে, আসছে নতুন ফিচার