Redmi Note 12 Series: নতুন বছরের প্রথম সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ সিরিজ
Redmi Smartphone: এর আগে মোটোরোলা সংস্থা ভারতে মোটো এজ ৩০ আলট্রা ফোন লঞ্চ করেছিল ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর সমেত। এবার শাওমির ফোন আসছে।
Redmi Note 12 Series: রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। সম্ভবত নতুন বছরের শুরুতেই, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রেডমি নোট ১২ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই চিনে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে। গত বছর ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১ সিরিজ (Redmi Note 11 Series) । তারই সাকসেসর হিসেবে রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে রয়েছে রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন। তবে ভারতে কেবলমাত্র প্রো মডেল লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, সম্ভবত ৫ জানুয়ারি ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ। এর মধ্যে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা নিয়ে লঞ্চ হতে পারে। এর আগে মোটোরোলা সংস্থা ভারতে মোটো এজ ৩০ আলট্রা ফোন লঞ্চ করেছিল ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর সমেত। এবার শাওমির ফোন ভারতে আসছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর নিয়ে।
রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে চলেছে ৬.৬৭ ইঞ্চির Full HD OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
- এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র্যাম।
- রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গিয়েছে। সেখানে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা অয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম০৪
সম্প্রতি ভারতে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। আগামী ১৬ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। শোনা গিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন। তার মধ্যে রয়েছে মিন্ট গ্রিন, সাদা, সোনালি এবং নীল রঙ। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের একটি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। স্যামসাংয়ের এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর রয়েছে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD LCD Infinity-V ডিসপ্লে রয়েছে। জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র্যাম RAM Plus ফিচারের সাহায্যে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে দুটো ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ৬৪ জিবি ও ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
আরও পড়ুন- কত দূরে দাঁড়িয়ে ট্রেন, বলে দেবে গুগল ম্যাপস, দেখে নিন এভাবে