Redmi Phones: ফোন কেনার আগে নজর থাকে ক্যামেরায়? রেডমি নোট ১৪ প্রো মডেলের ক্যামেরা ফিচার কেমন হতে পারে?
Redmi Note 14 Series: এবছর জানুয়ারি মাসে রেডমি নোট ১৪ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হবে রেডমি নোট ১৪ সিরিজ। এই সিরিজের ফোন রেডমি নোট ১৪ প্রো।
Redmi Phones: রেডমি নোট ১৩ সিরিজ (Redmi Note 13 Series) ভারতে আগেই লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, এর সাকসেসর হিসেবে এবার ভারতে আসতে চলেছে রেডমি নোট ১৪ সিরিজ (Redmi Note 14 Series)। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রেডমি নোট ১৪ (Redmi Note 14), রেডমি নোট ১৪ প্রো (Redmi Note 14 Pro) এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস (Redmi Note 14 Pro Plus) - এই তিনটি স্মার্টফোন। যদিও শাওমির সাব-ব্র্যান্ড রেডমি কবে তাদের নোট ১৪ সিরিজ লঞ্চ করবে তা এখনও জানা যায়নি নির্দিষ্ট ভাবে। সম্প্রতি রেডমি নোট ১৪ প্রো ফোন সম্পর্কে কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। মূলত এই ফোনের ক্যামেরা এবং ডিসপ্লে কেমন হতে পারে সেই প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছে।
রেডমি নোট ১৩ প্রো ফোনে কেমন ক্যামেরা ফিচার এবং ডিসপ্লে থাকতে পারে, দেখে নিন
এই ফোনের রেয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। তবে টেলিফটো ক্যামেরা থাকার সম্ভাবনা নেই। অন্যদিকে শোনা যাচ্ছে, রেডমি নোট ১৪ প্রো ফোনে একটি 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। এর আগের মডেলেও এই ডিসপ্লেই ছিল। এই ডিসপ্লের উপর থাকতে চলেছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি নোট ১৪ প্রো ফোনের ডিসপ্লে একটি ডুয়াল মাইক্রো কার্ভড স্ক্রিন হতে চলেছে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১৪ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট থাকতে পারে।
ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৩ ৫জি ফোন
ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৩ ৫জি ফোন। আগামী ৯ জুলাই এই ফোন লঞ্চ হবে দেশে। রেডমি সংস্থা এক্স মাধ্যমে এই দিন ঘোষণা করেছে। এর আগে গতবছর অর্থাৎ ২০২৩ সালের অগস্ট মাসে রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। সেই ৫জি ফোনেরই সাকসেসর মডেল আসতে চলেছে এবার। রেডমি ১৩ ৪জি ফোন অবশ্য কবে ভারতে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। তবে রেডমি ১৩ ৫জি ফোন আগামী ৯ জুলাই ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে এই ফোন। শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। এছাড়াও দেখা গিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে। অর্থাৎ ভারতে লঞ্চের পর রেডমি ১৩ ৫জি ফোন কেনা যাবে শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে।
আরও পড়ুন- চিনে লঞ্চের আগেই আইকিউওও নিও ৯এস প্লাস ফোনের ভারতে আসার দিন ফাঁস !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।