Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোন খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা ভারতে, কত দাম হতে পারে?
Samsung Galaxy A14 4G: শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোন ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে।
Samsung Smartphone: ভারতে আসছে স্যামসাংয়ের নতুন ফোন। খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি (Samsung Galaxy A14 4G) ফোন। জানা গিয়েছে, এই ফোন স্যামসাংয়ের বাজেট ফ্রেন্ডলি (Budget Friendly Phone) গ্যালাক্সি 'এ' সিরিজের ফোন হতে চলেছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। কোন কোন ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে, তার দামই বা কত হতে পারে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। এর আগে চলতি বছরেই মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোন। সেই ভ্যারিয়েন্টে ছিল ৬.৬ ইঞ্চির PLS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোন ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা হতে পারে বলে শোনা যাচ্ছে। আপাতত এই কয়েকটি সম্ভাব্য স্পেসিফিকেশন ছাড়া স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোন প্রসঙ্গে আর বিশেষ কোনও তথ্য প্রকাশ্যে আসেই।
Realme C53: ভারতে রিয়েলমি সি৫৩ (Realme Smartphone) ফোনের দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিক লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। রিয়েলমি সি৫৩ ভারতে রিয়েলমি সি সিরিজের (Realme C Series) দ্বিতীয় ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে। এটি ভারতে একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। ভারতে রিয়েলমি সি৩৫ ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। কালো এবং সোনালি রঙে এই ফোন দেশে লঞ্চ হতে পারে।
Motorola Smartphone: মোটোরোলা এজ ৪০ ফোন (Motorola Edge 40) ভারতে লঞ্চ হবে ২৩ মে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে এই ফোন কেনা যাবে। ভারতে মোটোরোলার এই ফোনের দাম ২৭,৯৯৯ টাকা হতে পারে। ২৩ মে থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। নো-কস্ট ইএমআইয়ে এই ফোন কেনা যাবে। প্রতি মাসে ৫০০০ টাকা কিস্তি দিতে হবে। এক্সচেঞ্জ অফারের সুবিধাও থাকবে। অর্থাৎ পুরনো ফোনের বদলে কেনা যাবে নতুন ফোন। এক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে