Samsung Galaxy 5G Phones: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি ফোন, লঞ্চের আগেই দেখে নিন সম্ভাব্য ফিচার
Smartphones: স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে।

Samsung Galaxy 5G Phones: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন (Samsung Galaxy A26 5G Phone)। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস (BIS Website) - এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। অতএব স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের (Samsung Galaxy A Series) এই ৫জি ফোন (5G Phone) দেশে লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের (Samsung Galaxy A 25 5G Phone) সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি মডেল। ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। সেই ফোনে ছিল ফুল এইচডি রেজোলিউশন যুক্ত স্ক্রিন, ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ।
এখনও পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনের সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে
- ডুয়াল সিম থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে।
- এই ফোনে ৬.৬৪ ইঞ্চি অথবা ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে।
- স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনের স্ক্রিনে ফুল এইচডি রেজোলিউশন পাওয়া যাবে বলে শোনা গিয়েছে।
- এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে চলেছে। ফোনের ওজন হতে পারে প্রায় ২০৯ গ্রাম।
- শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে 4nm Exynos 2400e চিপসেট থাকতে চলেছে।
- স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে বলে শোনা গিয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এই ফোনের ক্যামেরা, ব্যাটারি, চার্জিং ফিচার- এইসব সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের আসন্ন ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে, কী কী রঙে ফোন লঞ্চ হতে পারে এবং কোন কোন র্যাম-স্টোরেজ কনফিগারেশনে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন দেশে লঞ্চ হতে পারে সেই সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও। তবে বিআইএস ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা যাওয়ায় প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে অনুমান করছেন, হয়তো স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন জানুয়ারি মাসের শেষদিকে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে লঞ্চ হতে পারে ভারতে। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের সাকসেসর মডেল স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে আগের মডেলের তুলনায় আধুনিক এবং উন্নত ফিচার থাকবে বলেই অনুমান করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
