Samsung Galaxy M35 5G: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Samsung Galaxy Smartphones: বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের rebadged version হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি। সেক্ষেত্রে এই দুই ফোনের মিল থাকার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy M35 5G: স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি (Samsung Galaxy M35 5G) ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। এই ফোনের জন্য একটি সাপোর্ট পেজ ইতিমধ্যেই স্যামসাং ইন্ডিয়ার (Samsung India) ওয়েবসাইটে দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি লঞ্চ হতে আর বেশি দেরি নেই। গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন।
এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন সম্পর্কে ইতিমধ্যেই কী কী তথ্য ফাঁস হয়েছে
- এই ফোনে এনএফসি, এলটিই এবং ৫জি কানেক্টিভিটি সাপোর্ট থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে একটি ২৫ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার থাকার সম্ভাবনা রয়েছে।
- ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে।
- ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ৫জি ফোনে।
- এছাড়াও এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 প্রসেসর থাকতে পারে।
- তার পাশাপাশি প্রসেসরের সঙ্গে ৬ জিবি র্যাম যুক্ত থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে।
- Android 14 based One UI 6 - এর সাহায্যে পরিচালিত হবে স্যামসাংয়ের আসন্ন স্মার্টফোন।
বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের rebadged version হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি। সেক্ষেত্রে এই দুই ফোনের ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইনে মিল থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, সংস্থার নিজস্ব Exynos 1380 প্রসেসর, ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত সুপার AMOLED ডিসপ্লে।
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট
স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের নতুন একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। এবার ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে নতুন মডেল লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কফিগারেশনের দাম ১৫,৯৯৯ টাকা।
আরও পড়ুন- ভারতে ফিচার ফোন লঞ্চ করেছে আইটেল, 'সুপার গুরু ৪জি' মডেলের দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।